লাখিমপুর নিয়ে উত্তরপ্রদেশ সরকারের তদন্তে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার তদন্ত নিয়ে অখুশি সুপ্রিম কোর্ট৷ এখনও তদন্তের অগ্রগতি সেভাবে হয়নি। দাবী, শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি দশেরার পর৷
এদিন মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, উত্তরপ্রদেশ সরকারের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আদালত সন্তুষ্ট নয়। অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে। এমনকি গুলির আঘাতে আহতের বিষয়ও অত্যন্ত গুরুতর।
সরকার পক্ষের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন, আপনারা কী বার্তা দিতে চাইছেন? সাধারণ ঘটনাতেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। আপনারা পারছেন না?
রবিবার লাখিমপুরের ঘটনার পর অভিযোগ দায়ের করেন কৃষকরা। সেখানে কৃষকদের তরফে অভিযোগ, যে গাড়িতে করে কৃষকদের চাপা দিয়ে হত্যা করা হয়েছে সেই গাড়িতেই ছিলেন মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র।
অভিযুক্তের বিরুদ্ধেও অন্য ব্যক্তিদের মতোই একই পদক্ষেপ নেওয়া হোক। এমনটাই নির্দেশ আদালতের। সিটের সদস্যরা রয়েছেন, ডিআইজি রয়েছে, লোকাল অফিসাররা রয়েছে। কোনও ব্যক্তির ক্ষেত্রেও কী একই ঘটনা ঘটে? বিচারপতি সূর্যকান্ত বলেন, ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেও নেওয়া প্রয়োজন।