বৈঠকে শান্তি চাইছে তালিবান! হাঁফ ছাড়ছে আফগানিস্তান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হামলা অব্যাহত। একের পর এক জেলায় কায়েম হচ্ছে ভয়ঙ্কর তালিবানি শাসন। এরই মাঝে আফগানিস্তান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তালিবান জঙ্গিদের বৈঠক থেকে এসেছে শান্তি বার্তা।

কাতারের রাজধানী দোহা শহরে দু দিনের বৈঠক শেষে দু পক্ষের দাবি শান্তি প্রক্রিয়া দ্রুত শুরু করা হহে। এ বিষয়ে আফগান সরকার ও তালিবান জঙ্গি সংগঠনের যৌথ বিবৃতি থাকবে।

আল জাজিরা জানাচ্ছে, বৈঠকে দু পক্ষ পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য দেখায়। আফগানিস্তানের প্রতিনিধি দলের প্রধান প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা আবদুল্লা জানিয়েছেন, বৈঠক আশা জাগাচ্ছে। তালিবান তরফে শান্তির প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস এসেছে। বৈঠকে অংশ নেয় শীর্ষ তালিবান জঙ্গিরা।

বৈঠকে শান্তির বার্তা এলেও আফগানিস্তানের পরিস্থিতি তেমন নয়। দখল করা এলাকায় তালিবান জারি করেছে ভয়ঙ্কর শরিয়া আইন। চলছে খুন। সেই সঙ্গে পনের বছরের বেশি মেয়েদের চাই বলে দাবি করেছে জঙ্গিরা।

কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে, জেলাশাসকদের চিঠি মুখ্যসচিবের

কড়া ধর্ম ভিত্তিক শরিয়া শাসনে মেয়েদের প্রকাশ্যে বের হওয়া নিষিদ্ধ। পঠন পাঠন থেকে দূরে থাকতে হবে। আরও কঠিন নিয়ম রয়েছে। নিয়ম না মানলে গুলি করে বা মাথা কেটে মারার ফতোয়া জারি হয়েছে।

আফগানিস্তানের সেনা বাহিনির সঙ্গে সংঘর্ষ চলছে তালিবানের। আফগান সেনার দাবি, তালিবান কব্জায় চলে যাওয়া এলাকা পুনরুদ্ধারে অভিযান চলছে। ৯০০ জনের বেশি জঙ্গি মৃত। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, মার্কিন সেনা তাদের ঘাঁটি ছেড়ে সরে যাওয়ার পর থেকেই একটার পর একটা জেলায় তালিবান শাসন কায়েম হয়েছে। রাজধানী কাবুল ঘিরে এগিয়ে আসছে জঙ্গিরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাতার সরকারের আহ্বানে দোহা শহরে দু পক্ষ শান্তি বৈঠকে অংশ নেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আফগান সেনা ও জঙ্গিরা পরস্পর নিরাপদ দূরত্ব বজায় রেখে কিছু নির্দিষ্ট এলাকা একসঙ্গে ব্যবহার করবে। দু পক্ষের তরফে কাতার সরকারকে ধন্যবাদ জানানো হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালিবান সংঘর্ষ কবলিত এলাকার নিকটবর্তী সেনা ঘাঁটি পর্যবেক্ষণ করছে। এই খবর দিচ্ছে কাবুলের সংবাদমাধ্যম।

সম্পর্কিত পোস্ট