কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির, ভক্তদের জন্য থাকছে অনলাইনে পুজোর ব্যবস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী মঙ্গলবার ৭ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। তবে করোনা আবহে গত বছরের মতো এবছরও আড়ম্বরহীন ভাবে তারাপীঠে চলবে মায়ের আরাধনা। তবে ভক্তদের জন্য এবছরও বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।
শুক্রবার থেকে ৬ দিন বন্ধ থাকবে মন্দির। এই খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার সকালেই তারাপীঠ মন্দিরে ভীড় ছিল উপচে পড়া।
১৭ অগাস্ট প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর, টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে SIT গঠন রাজ্যের
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের ভীড় হয়। কোভিড পরিস্থিতি যাতে এত মানুষের সমাগম না হতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি ভক্তদের জন্য অনলাইনের মাধ্যেমে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
ভিডিও কলের মাধ্যমে তারামাকে দেখার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।
উল্লেখ্য, আগেই রথের উৎসবেও কাটছাঁট করা হয়েছিল তারাপীঠে। অন্যান্য বারের মতোই রথযাত্রার দিন তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। কিন্তু করোনার কারণে, মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানোর প্রাচীন রীতি স্থগিত ছিল এবার।