লক্ষ্য ২০২৫-এর মধ্যে যক্ষ্মা মুক্ত দেশ, তৎপর ভারত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার পর এবার যক্ষ্মা নিরাময়ে তৎপর ভারত। বর্তমানে ভারতের সামনে একমাত্র লক্ষ্য ২০২৫-এর মধ্যে যক্ষ্মা মুক্ত দেশ। সেই লক্ষ্যে পৌঁছতেই ভারত দুটি টিকা নিয়ে গবেষণা চালাচ্ছে । প্রথমটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ইমিউভ্যাক এবং অপরটি জার্মানির তৈরি ভিপিএম ১০০২।
জানা গেছে , ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) (আইসিএমআর)-এর তরফে দু’টি টিকারই তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হচ্ছে। সমগ্র বিশ্বে যক্ষ্মার টিকা বলতে একমাত্র ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি)-কেই (BCG) মান্যতা দেওয়া হয়েছে।
মূলত শিশুদের যক্ষ্মা এবং মেনিনজাইটিসে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে এই টিকা প্রয়োগ করা হয়। বিজ্ঞানীদের দাবি, মেডিসিনের দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে যদি নতুন এই দুই টিকার পরীক্ষামূলক প্রয়োগ সফলতা লাভ করে সেক্ষেত্রে ।
আইসিএমআর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের (Trial) জন্য ১২ হাজার জনকে বেছে নিয়েছে । এই পরীক্ষা চলবে দেশের মূলত সাতটি জায়গায় । আইসিএমআর জানিয়েছে যে এই টিকাকে চূড়ান্ত ছাড়পত্র এবং বাণিজ্যিক ভাবে প্রয়োগের ছাড়পত্র দেওয়ার আগে অন্তত তিন বছর ধরে এই প্রয়োগমূলক পরীক্ষার ফলাফলের উপর নজর রাখা হবে।
মূলত কুষ্ঠ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল ইমিউভ্যাক টিকাটি। এই টিকার অপর নাম ‘মাইকোব্যকটেরিয়াম ইন্ডিকাস প্রানাই’ও বলা হয়। এই টিকার মধ্যে একইসঙ্গে কুষ্ঠ এবং যক্ষ্মার ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার মতো প্রতিরোধ ক্ষমতা রয়েছে।