লক্ষ্য হিন্দিভাষী ভোটব্যাঙ্ক, কালী পূজার শুভেচ্ছা হিন্দিতেও জানালেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতি দিন বাংলা তথা দেশের মণীষি ও জ্ঞানীগুণী মানুষদের জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। নিয়ম করে প্রতিটি উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি।
এমনকি আঞ্চলিক স্তরের লোক উৎসবও গুরুত্বপায় তাঁর কাছে। তাই অনান্যবারের মতো এবারও তিনি, মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিপুজো ও দীপাবলীর শুভেচ্ছা জানালেন রাজ্যভাষীকে।
তবে সেই শুভেচ্ছাবার্তায় এবারে বাড়তি গুরুত্ব পেল বাংলায় বসবাসকারী হিন্দিভাষীরা। হিন্দিতেই তাঁদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তাই তাঁরাও আপ্লুত হলেন মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপে।
কোভিড পরিস্থিতিতেও এবারে মানুষজন মেতে উঠেছেন আলোর উৎসব দীপাবলি উদযাপন ও শক্তির আরাধনা কালিপুজোয়। সেই উৎসবের শরিক খোদ মুখ্যমন্ত্রীর পরিবারও।
প্রতি বছরের মতো এবারেও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালিপুজোর আয়োজন করা হয়েছে। তবে কোভিড পরিস্থিতিতে এবার রাজ্যে নানা বিধিনিষেধও থাকছে। একদিকে যেমন কলকাতা হাইকোর্টের রায়ে এবার বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ, ঠিক তেমনি দুর্গাপুজোর মত কালীপুজোতেও থাকছে না দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের অনুমতি।
এরই মাঝে এদিন সকালে মুখ্যমন্ত্রী কালিপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে। আর সেখানেই সকলের নজর টেনেছে হিন্দির প্রয়োগ। মুখ্যমন্ত্রী সাধারণত মানুষকে শুভেচ্ছা জানান বাংলাতেই। কিছু কিছু সময় বা ট্যুইটারে ইংরাজিতেও শুভেচ্ছা জানান তিনি। এবারেও ইংরাজি আছে আছে, নতুন সংযোজন হয়েছে হিন্দির।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kalipuja-start-at-kali-temple-in-kolkata-during-coronavirus/
মুখ্যমন্ত্রী অবশ্য হিন্দিভাষার উন্নয়নের জন্য রাজ্যে ক্ষমতা আসা ইস্তক নজর রেখেছেন। তৈরি করেছেন হিন্দি অ্যাকাডেমিও। চলতি বছরেই সেই অ্যাকাডেমির হাতে ১০ কোটি টাকা তুলে দিয়েছেন। এবারে সেই হিন্দি ভাষাকে হাতিয়ার করেই হিন্দিভাষীদের হিন্দিতেই দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
অনেকেই একে জনসংযোগের কর্মসূচী হিসাবে দেখছেন আবার অনেকেই একে দেখছেন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে হিন্দিভাষীদের কাছে টানার অঙ্গ হিসাবে।
কারন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বিধাননগর ও বারাসত মহকুমায় যেমন প্রচুর হিন্দি ভাষী মানুষ আছেন তেমনি হিন্দিভাষী মানুষ রয়েছেন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিংয়ের মতো জেলাতেও।
এদের সবার কাছেই কিন্তু এদিন পৌঁছে গেল দীপাবলির শুভেচ্ছা। আর মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা পেয়ে স্বভাবতই খুশি তাঁরা।