হিমেল হাওয়ার পরশে কমছে তাপমাত্রা, জানান দিচ্ছে শীত আসছে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  মঙ্গলবার শহরে তাপামাত্রার পারদ ২৪.৭ ডিগ্রিতে নেমেছিল। আবহাওয়া দফতরের সূচক অনুযায়ী এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। মেঘ সরতেই মঙ্গলের সকাল থেকেই হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ নামবে। বুধবার থেকেই নামতে শুরু করবে পারদ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী কয়েকদিনে আকাশ মেঘলা বা নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। ফলে স্বাভাবিকভাবেই পারদ নামার ক্ষেত্রে কোনও বাধা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস শহরের তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। যদিও জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে।

সাধারণত কলকাতায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়ে। তবে আবহাওয়া দফতরের রেকর্ড বলছে নভেম্বরে কলকাতার তাপমাত্রা কখনও ১৪ ডিগ্রির নীচে নামেনি।

গত বছর নভেম্বরে কলকাতায় পারদ নেমেছিল ২১.১ ডিগ্রিতে। যদিও এই তাপমাত্রা নেমেছিল ২৯ নভেম্বর। তবে এবছর নভেম্বরের শুরুতেই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। ফলে এবছর অন্যান্য বারের তুলনায় বেশি শীত পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-meeting-with-the-chief-minister-was-fruitful-said-binoy-tamang/

আলিপুর আবহাওয়া অফিসের এক অধিকর্তা জানিয়েছেন, মেঘ থাকার ফলে কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ছিল। তবে এখন আর কোনও বাধা না থাকায় একটু একটু করে উত্তুরে হিমেল হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করবে। আর তাতেই পারদ পতন হবে। প্রসঙ্গত, দেশ থেকে বর্ষা বিদায় নিতেই উত্তরভারতের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে।

কাশ্মীর, হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব প্রভৃতি রাজ্যগুলির পারদ নামতে শুরু করেছে। কোথাও ১২ ডিগ্রি তো কোথাও ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পারদ।

 

সম্পর্কিত পোস্ট