পঞ্চায়েতের টানাপোড়েন অব্যাহত, চাঁদা তুলে রাস্তা মেরামত গ্রামবাসীদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চলছিল টানাপোড়েন। দোরগোড়ায় বর্ষা। বেহাল রাস্তার জন্য ফের নরক যন্ত্রণায় ভুগতে হবে। তাই এবার প্রশাসনের উপর ভরসা না করে নিজেরাই চাঁদা তুলে গ্রামের একমাত্র রাস্তা মেরামত শুরু করলেন।

বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকাবাসীদের এই উদ্যোগ নজিরবিহীন। রাস্তা মেরামত করায় বর্তমানে তা চলাচলের যোগ্য হয়েছে। খুশি গ্রামবাসীরা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চলাচলের সমস্যায় ভূগছিল গঙ্গাসাগর, চককাশি, রাধানগর, গুপিনগর এলাকার বাসিন্দারা। কেননা সেই এলাকার গ্রামগুলিতে যাতায়াতের পথে কোয়ারন এলাকায় পরছে একটি নীচু অংশ।

পাখির চোখ ২০২১ঃ রাজীবেই ভরসা মমতার, সাংগঠনিক স্তরে বাড়ছে দায়িত্ব

অনন্ত ৪০ মিটারের সেই নীচু অংশে জল জমে ডোবায় পরিণত হত বর্ষায়। রাস্তার ওইটুকু অংশ বারবার মেরামতির দাবি জানিয়েছিল গ্রামবাসীরা। তবে জলঘর ও চকভৃগু দুই গ্রাম পঞ্চায়েতের কেউই সেটি মেরামত করছিল না এতদিন।

একপ্রকার বাধ্য হয়ে গঙ্গাসাগর এলাকার বাসিন্দারা চাঁদা তোলেন এলাকায়। এরপর হিউম পাইপ বসানোর পাশাপাশি মাটি ফেলে নিজেরাই রাস্তা মেরামত করে।

সমাজসেবী কনক মন্ডল বলেন, “রাস্তার ওই অংশ মেরামতের ফলে তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবেনা পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষকে। রাস্তার একদিক পরেছিল জলঘর এবং অপরদিক পরেছে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের অধীনে। ফলে রাস্তার মেরামত নিয়ে টানাপোড়েন চলছিল। গ্রামবাসীরা সেই জটিলতাকে উপেক্ষা করে নিজেরাই মেরামত করেন রাস্তা।”

সম্পর্কিত পোস্ট