বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরো বাড়িয়েছে। নবান্নের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান সহ সমস্ত সদস্যদের মেয়াদ আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
১ জুলাই থেকে এই মেয়াদ কার্যকর হবে। সরকারি কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ কর্মী বিন্যাস সংক্রান্ত বিষয় গুলি খতিয়ে দেখার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে।
২০১৫ সালের ২৭ শে নভেম্বর অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে৷ ২০১৯ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মীদের বৈঠকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
৪ মাসে ৩ বার মুখ্যমন্ত্রী বদল, উত্তরাখন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি
তবে জানা গিয়েছে, এই কমিশনের মেয়াদ বাড়ানো হলেও নতুন করে বেতন বাড়ানোর কোনও চিন্তাভাবনা নেই। শুধুমাত্র সরকারি কর্মচারীদের অবসরকালীন নানা সুযোগ-সুবিধা, ছুটির দিন আর বর্তমানে সরকারি কোন কোন দফতরে অতিরিক্ত লোক ও কম কর্মচারী রয়েছে, তার হিসেব দেবে এই কমিশন।
সেই অনুযায়ী নানান বিঁধি ও নিয়োগ প্রক্রিয়া করা হবে দফতরে। তাই আগামী তিনমাস ফের বাড়ানো হল ষষ্ঠ বেতন কমিশন। করোনার অতিমারীর কথা চিন্তা করেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।