করোনা আতঙ্ক, সাধারণের বিপন্নতার মধ্যেও ক্ষমতা দখলের লড়াই রাজনীতিকদের

দিলীপ রায়

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার নানান নির্দেশিকা জারি করেছে। একাধিক রাজ্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে বা সভা-সমাবেশ না করার জন্য আবেদন জানিয়েছে। সংক্রামক এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে অপরের সঙ্গে নিরাপদ দূরত্ব রাখার পরামর্শ দিয়েছে।

সম্ভব হলে বাড়িতে বসে কাজের পরামর্শও দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান এবং দর্শনীয় স্থান।

বিশ্ব জুড়ে ক্রমশ ছড়িয়ে যাওয়া এই মহামারি ঠেকাতে সতর্কতামূলক নানান সরকারি-বেসরকারি পদক্ষেপ ও পরামর্শ ক্রমশ বিপন্ন করে তুলছে সাধারণের জীবন।

সাবধানতা অবলম্বন করে ঘরে বসে থাকলে একদিকে যেমন না খেয়ে মরার পরিস্থিতি হবে, অন্যদিকে কর্মক্ষেত্রে গেলে করোনার থাবায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের। যদিও এনিয়ে কোনও হেলদোল নেই দেশের রাজনীতিকদের।

আরও পড়ুনঃ#CoronaVirusFrance নোভেল করোনায় মৃত্যুমিছিল ফ্রান্সে

তাঁরা একদিকে সাধারণ মানুষকে করোনা সতর্কতায় নানান উপদেশ দিচ্ছেন, অন্যদিকে নিজেরা ক্ষমতা দখলের লড়াই অব্যাহত রেখেছেন।

কেন্দ্রের শাসকদল বিজেপি এই পরিস্থিতিতেও সংসদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীরা বারবার আপত্তি জানালেও শোনেনি সরকার। উলটে দলীয় সাংসদদের সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশ দিয়েছে। দিব্যি চলছে সংসদের অধিবেশন।

বিরোধীদের একাংশের অভিযোগ, সংসদে করোনা ভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সরকার নিজেই তা পালন না করায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

প্রশ্ন উঠছে, বিরোধীদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে শাসকদল তাদের উদ্দেশ্য পূরণ করতে চায় কিনা, তা নিয়েও। অন্যদিকে, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর মধ্যপ্রদেশ রাজ্য দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের কর্নাটকে হোটেল বন্দী করে মুখ্যমন্ত্রী কমলনাথের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে চাপ দিয়েছে। মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ করোনা সতর্কতায় অধিবেশন মার্চ পর্যন্ত মুলতুবি ঘোষণার পরও থামেনি বিজেপি।

এরপর রাজ্যপালের কাছে এনিয়ে দরবার করেছে গেরুয়া শিবির। রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিলেও তা কমলনাথ মেনে না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুরু হয়েছে আইনি লড়াই।

বিশ্ব জুড়ে মহামারির আতঙ্কের আবহের মধ্যে এ দেশের ক্ষমতা দখলের রাজনীতির কোনও বিরাম না থাকায় প্রশ্ন তুলছে তথ্যাভিজ্ঞ মহল।

তাঁদের মতে, সাধারণ মানুষ যতই বিপন্ন হোক, সেদিকে যে এই রাজনীতিকদের নজর নেই তা আবারও প্রমাণ করল বিজেপি সরকার। 

সম্পর্কিত পোস্ট