আসন্ন করোনার তৃতীয় ঢেউ, মা ও শিশু সুরক্ষায় বাড়তি গুরুত্ব রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অতিমারীর তৃতীয় ছোবল আঘাত হানতে পারে শিশুদের ওপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভবিষ্যৎ বাণীর প্রেক্ষিতেই গর্ভবতী মহিলা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে ছিলেনছিলেন স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত দফতর, শিক্ষা দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের সচিবরা।
জননী ও শিশু সুরক্ষা এইসব দপ্তরের বিভিন্ন প্রকল্প রয়েছে। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে সেই প্রকল্পগুলিকে আরো সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
ত্রিপুরা-পাঞ্জাব থেকে ভালো খবর পাচ্ছেনা বিজেপি
সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুদের যাতে কোনও পুষ্টির অভাব না হয় বা কোনও শিশু যাতে অপুষ্টির কারণে করুণ পরিণতির শিকার না হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্য সচিব। দেশে শিশুদের করোনা টিকা করণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে যতদিন না শিশুদের জন্য টিকা আসছে ততদিন বাড়তি সাবধানতা প্রয়োজন।
বৈঠকের একাধিক বার এই কথা উঠে এসেছে।বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সংক্রমণের তৃতীয় ঢেউয়ে শিশুদের বিশেষ রক্ষাকবচ প্রয়োজন। কোনও ভাবেই তাদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রেখে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।
হাসপাতালে শিশুদের জন্য বেড বাড়ানো, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ আগেই দিয়েছে স্বাস্থ্য দফতর। এখনও শিশুদের করোনার টিকা না এলেও অন্যান্য যে টিকা বাচ্চাদের দেওয়া হয় সেগুলি যেন অবশ্যই তারা পায় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।