ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পার, সুস্থতার হার দেখাচ্ছে দিশা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুটা কমল দেশে দৈনিক করোনা আক্রাতের সংখ্যা। সুস্থতার ফেরাচ্ছে স্বস্তি। তবে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পার করেছে। মৃত ৩,৪৪৯।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৭,২২৯ জন। সুস্থ হয়েছেন ৩,২০,২৮৯ জন। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৩,৪৪৯।
এই মুহুর্তে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,০২,৮২,৮৩৩। মৃতের সংখ্যা ২,২২,৪০৮। সুস্থ হয়েছেন ১,৬৬,১৩,২৯২ জন। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১,৬৬,১৩,২৯২ জন।
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৬২১ জন। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪,৪৩৮ জন। কেরলে একদিনে আক্রান্তের সংখ্যা ২৬,০১১ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৯,০৫২ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৯৫২ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০৪৩ জন।
আরও পড়ুনঃ কংগ্রেসের ভরাডুবীর জন্য দায়ী শুধুমাত্র বাংলার নেতৃত্ব?
করোনার রাশ টানতে ব্যবহার করা হচ্ছে ভ্যাকসিন। গত ২৪ ঘন্টায় দেশে ভ্যাকসিন নিয়েছেন ১৭ লক্ষের অধিক মানুষ।
পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ পার করেছে। সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা কলকাতা এবং উত্তর ২৪ পরগণায়। সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৫০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮,৬৩,৩৯৩ জন।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি।