কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরু শীঘ্রই, যে কেউ অংশীদার হতে পারেন জানাল আইসিএমআর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতের কো-ভ্যাক্সিনের ট্রায়ালে যে কেউ অংশীদার হতে পারেন জানাল আইসিএমআর। শুধুমাত্র একটি মেল বা ফোনের অপেক্ষা। তাহলে আপনিও হতে পারেন ইতিহাসের অংশ।

ভারতের প্রথম কোভিড ভ্যাক্সিন মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে দিল্লি এইমস। বেশ কিছু হাসপাতাল এই কো-ভ্যাক্সিনের প্রয়োগের অনুশীলন শুরু করতে পারে।

আইসিএমআর যে ১২টি সংস্থার কথা বলেছে, তার মধ্যে দিল্লি এইমস অন্যতম। এই ১২টি স্বাস্থ্য পরিষেবাগুলিই একমাত্র মানবদেহে ভ্যাক্সিন প্রয়োগের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পদ্ধতি চালাতে পারবে।

এইমসের নীতিশাস্ত্র কমিটি মানবদেহে কোভাক্সিনের প্রয়োগের অনুমোদন দিল। এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত করা হবে।

প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে। যাঁদের মধ্যে ১০০ জন মতো এইমসের কর্মী। স্বেচ্ছাসেবকদের বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, তাঁদের আগে কোভিড হয়নি।

দ্বিতীয়ত, তাঁদের অন্য কোনও গুরুতর রোগ নেই শরীরে। তৃতীয়ত, ১৮ বছরের থকে ৫৫ বছরের মধ্যে হতে হবে বয়স। জানালেন, সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক সঞ্জয় রাই।

কয়েকজন স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তিনি আরও বলেন, ‘তাঁদের এবারে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আজ থেকে সেই কাজ শুরু হবে। তারপর ভ্যাক্সিন প্রয়োগ।’

মরুপ্রদেশে রাজনৈতিক ডামাডোল, অন্য ছক কষছেন গেহলট

আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)–এর সাহায্যে হায়দরাবাদের ‘ভারত বায়োটেক’ কোভিড -১৯ ভ্যাকসিন কোভাক্সিন তৈরি করেছে।

সম্প্রতি ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)–এর কাছ থেকেও মানবদেহে পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। ডিসিজিআই কেবল কোভ্যাক্সিনের জন্যই অনুমতি দেয়নি।

জাইডাস স্যাডিলা হেল্থকেয়ারের তৈরি আরেকটি ভ্যাক্সিনের মানবদেহে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা করার অনুমোদনও দিয়েছে।

আইসিএমআর–এর ডিরেক্টর–জেনারেল ডাঃ বলরাম ভার্গব বলেছেন, এই দুটি ভ্যাক্সিনই ইঁদুর এবং খরগোশের ক্ষেত্রে পরীক্ষায় সফল হয়েছে। এই তথ্যগুলি ডিসিজিআই-তে জমা দেওয়া হয়েছিল। যার পরে দু’টিই এই মাসের শুরুতে প্রাথমিক পর্যায়ে মানবদেহ পরীক্ষায় ছাড়পত্র পেয়েছে।

স্বেচ্ছাসেবক হতে কেউ যদি আগ্রহী হন, তবে Ctaiims.covid19@gmail.com ইমেল পাঠাতে পারেন। অথবা এসএমএস ও ফোন করতে পারেন এই নম্বরে– ৭৪২৮৮৪৭৪৯৯।

সম্পর্কিত পোস্ট