লাল মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়, সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা অব্যাহত। শাসক-বিরোধী তরজায় বারংবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু এক অন্যরকম ছবি দেখা গেল বসিরহাটে এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে।

সিপিএমের কৃষক সভার একটি দলীয় কার্যালয়, যেখানে বামফ্রন্ট ১৯৮৫ সালে এই পার্টি অফিস প্রথম হয়। একুশের নির্বাচনের পর সেই পার্টি অফিস দখল করে নিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু সেকথা জানতেন না বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় সহ ব্লকের তৃণমূল নেতৃত্বরা। সিপিএম নেতৃত্বের বিষয়টি বারবার প্রশাসনকে জানানোর পরেই নজরে আসে।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, কঠোর শাস্তির ইঙ্গিত দিয়ে জবাবদিহি তলব কেন্দ্রের

বসিরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরিন্দর সিং সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতি রেখে সিপিএমের পার্টি অফিস নিজে হাতে খুলে দেন বসিরহাট এক নম্বর ব্লক সভাপতি শাহানুর মন্ডল ও বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিকেল বেলা উত্তর ২৪ পরগনা সিপিএম জেলা কমিটির সদস্য রাজু আহমেদ, সুধাংশু শীল, শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে পার্টি অফিসের মূল গেটে তালা খুলে দেন তৃণমূল বিধায়ক। পাশাপাশি, লাল মিষ্টি ও লাল ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আজকের এই দিনটা উদযাপন করেন শাসক-বিরোধী শিবির।

সম্পর্কিত পোস্ট