ত্রিপুরা এবং গোয়ার হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরা(Tripura) এবং গোয়ার (Goa) হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল(TMC)। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) । দিপাবলীর পরেই তৃণমূলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) দ্বারস্থ হবেন। এমনটাই জানিয়েছেন তিনি৷

কয়েকমাস আগে ত্রিপুরার হিংসার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সমালোচনা হয়েছিল। বিপ্লব দেবের (Biplab deb) সরকার বিরোধি রাজনৈতিক দলগুলিকে কন্ঠরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এমনকি একটি সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের কথাও তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। তারপর থেকে একাধিকবার তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়৷

সম্প্রতি তৃণমূল নেতা মামন খান বিজেপির দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ তোলে তৃণমূল। এই মুহুর্তে হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। আহত হন সাংসদ সুস্মিতা দেবও। এই সমস্ত ঘটনাবলী রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে চায় তৃণমূল।

পাশাপাশি পশ্চিম ভারতের অন্যতম রাজ্য গোয়াতেও প্রচারে নেমেছে তৃণমূল। সেই রাজ্যের একাধিক ঘটনার বিরুদ্ধে সরব হয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফা চেয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। সেই প্রসঙ্গও আগামী দিনে রাষ্ট্রপতি রমনাথ কোবিন্দের কাছে তুলে ধরবে তৃণমূল।

মমতার গোয়া সফরের আগেই ছেঁড়া হল পোস্টার, কালি ছবিতে

এদিন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে সুখেন্দু শেখর রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে একই চিন্তাধারার দলগুলিকে একজোট হওয়ার কথা জানিয়েছিলেন। তবেই প্রসার সম্ভব৷ তার মানে এই নয় তৃণমূল অপরের ওপর ভরসা করে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে অনুরোধ করেছিলেন। কিন্তু তা দেখা যায়নি।

শুধুমাত্র বাংলা নয়, অন্য রাজ্যতেও দলের প্রচার প্রসারে গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। তাই সেরাজ্যের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরে বিজেপি শাসিত সরকারকে বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেদিক থেকে ভিন রাজ্যে রাজনৈতিকভাবে কতটা সফল হবে তৃণমূল? তা সময় বলবে।

সম্পর্কিত পোস্ট