আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল

আফগান-পরিস্থিতি নিয়ে আগামী ২৬ অগস্ট সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৈঠক হবে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল।দেশ ও দশের স্বার্থে রাজ্য কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে দেশের ব্যাপার জড়িয়ে, রাজ্যের ব্যাপার জড়িয়ে। আমরা একসঙ্গেই কাজ করছি। সবাইকে যাতে ফিরিয়ে আনা যায় এখন সেটাই লক্ষ্য। বিস্তারিত যখন হাতে পাব, আমাদের কাছে রিপোর্টিং করবে, তখন আমরা আপনাদের জানাতে পারব।”

আফগান-পরিস্থিতি নিয়ে আগামী ২৬ অগস্ট সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, “বিদেশমন্ত্রক যদি সর্বদল ডাকে, আফগান তালিবানের মতো বিষয়ে যদি বৈঠক ডাকা হয় সেখানে নিশ্চয়ই যাবে।”

শিশু চিকিৎসা পরিকাঠামোয় বাড়তি নজর, হাসপাতালগুলিতে বাড়ছে বেডের সংখ্যা

প্রসঙ্গত, আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দার্জিলিং, কার্শিয়াং এবং তরাইয়ের কয়েকজন আফগানিস্তানে আটকে আছেন। রাজ্যের ২০০ জনের বেশি মানুষ আটকে আছেন বলে জানতে পেরেছে নবান্ন।

গত কয়েকদিনে কয়েক দফায় আফগানিস্তান থেকে কয়েকজনকে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। রবিবারই প্রায় ৫৪০ জনকে ফেরানো হয়েছে। সোমবার প্রায় ১৫০ জন ভারতে পৌঁছেছেন।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তালিবান নিয়ে ভারত সরকারের কী অবস্থান হবে বৈঠকে সরকারিভাবে স্পষ্ট করা হতে পারে।

সম্পর্কিত পোস্ট