মৃত ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই সাফ জানিয়ে দিল সংযুক্ত কিষাণ মোর্চা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শুক্রবার সকালে সিঙ্ঘু সীমান্তে ঝুলন্ত হাত পা কাটা দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এমনটাই সাফ জানিয়ে দিল সংযুক্ত কিষাণ মোর্চা৷
সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্ঘু সীমান্তে যে নৃশংস হত্যার পর মৃতদেহকে ফেলে রেখে যাওয়া হয়েছে তার কড়া নিন্দা জানায় সংযুক্ত কিষাণ মোর্চা।
মৃতের সঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত করা হোক। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে চলা কৃষক আন্দোলন যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনার বিরোধিতা জানায়।
উল্লেখ্য, শুক্রবার সকালে দিল্লির সিংঘু বর্ডারে ঝুলন্ত হাত পা কাটা দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের একটি হাত কবজি থেকে কাটা গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে পায়ের একটি পাতা।
ডিএসপি হংসরাজ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, সকাল ৫ টা নাগাদ কৃষক আন্দোলনস্থল থেকে কিছুদুরেই মৃতদেহ মিলেছে। দেহটি ৩৫ বছর বয়সী এক ব্যক্তির। এখনও অবধি কোনও তথ্য এসে উপস্থিত হয়নি। তবে একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷
উল্লেখ্য, কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় ১০ মাসের অধিক সময় ধরে লাগাতার আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। তারই মধ্যে এ ধরনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।