রাজ্য সরকারের অর্থে কেনা ভ্যাকসিনে দেওয়া হবে মমতার ছবিসহ সার্টিফিকেট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকারের টাকায় কেনা ভ্যাকসিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সার্টিফিকেট দেবে রাজ্য সরকার। অতীতে কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন পাঠাচ্ছিল তাতে ভ্যাকসিন দেওয়ার পর নরেন্দ্র মোদির ছবি দেওয়া একটি সার্টিফিকেট দেওয়া হতো।
তবে নির্বাচনের সময় সেই ছবি দেওয়া সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে নির্বাচন কমিশন। কিন্তু এবার রাজ্য সরকারের অর্থ দিয়ে কেনা ভ্যাকসিনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে এই সার্টিফিকেট সরাসরি রাজ্যের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে ইস্যু করা হচ্ছে। মূলত সাধারণ মানুষ জানতে পারেন না কোন ভ্যাকসিন কেন্দ্রের টাকায় কেনা হয়েছে। আর কোন ভ্যাকসিন রাজ্য সরকারের অর্থে দেওয়া হচ্ছে।
মুকুল জায়াকে কেন্দ্র করে রায় পরিবারের সঙ্গে তৃণমূলের নয়া সমীকরণ!
উল্লেখ্য গতকাল এই বিষয় নিয়ে নবান্নে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।