নষ্ট হয়নি টিকা, কেরলের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দ্য কোয়ারি ডেস্ক: দেশজুড়ে চলছে 45 ঊর্ধ্বদের টিকাকরণ। ৫ মে থেকে 18 ঊর্ধ্বদের টিকাকরণের কথা থাকলেও এরাজ্যে টিকার অপ্রতুলতার অভাবে তা শুরু করা যায়নি।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। তথ্য অনুসারে গোটা দেশে এখনো পর্যন্ত নষ্ট হয়েছে 3 লাখ ভ্যাকসিন। তামিলনাড়ু, আসাম, মনিপুর হরিয়ানায় সবথেকে বেশি ভ্যাকসিন নষ্ট হয়েছে। সেখানেই অনন্য নজির গড়েছে কেরল।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ট্যুইট করে জানিয়েছেন এখনো পর্যন্ত কেরলে একটিও টিকা নষ্ট হয়নি। যার গোটা কৃতিত্বটাই স্বাস্থ্য কর্মী এবং নার্সদের।
টুইট করে বিজয়ন লিখেছেন কেন্দ্র সরকারের কাছ থেকে মোট 73 লক্ষ্য 38 হাজার 806 ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছিল কেরল।এখনো পর্যন্ত 74 লক্ষ 26 হাজার 164 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে রাজ্যবাসীকে।
Kerala has received 73,38,806 doses of vaccine from GoI. We've provided 74,26,164 doses, even making use of the extra dose available as wastage factor in each vial. Our health workers, especially nurses have been super efficient and deserve our wholehearted appreciation!
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 4, 2021
একইসঙ্গে প্রত্যেক মুহূর্তে কোভিড মোকাবিলায় হাসপাতালগুলিতে পরিকাঠামোগত যে যে উন্নয়ন করছে কেরল সরকার সেগুলি সবটাই টুইট করে জনসাধারণের স্বার্থে তুলে ধরেছেন তিনি।
2857 ICU beds in Govt. Hospitals, 996 for #COVID19 patients and 756 for others, 38.7% vacant. 2293 ventilators, 626 in use, 441 for Covid patients. 7085 ICU beds in Pvt. Hospitals, 1037 for Covid patients. 1523 ventilators, 377 for covid patients.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 5, 2021
0.96% beds in CFLTCs and 20.6% in CSLTCs are O2 beds. 1731 of 3231 O2 beds in Medical Colleges are for #COVID19 patients. 1429 + 546 non Covid are in use. 2028 of 3001 O2 beds under DHS are for Covid patients, 1373 occupied. 66.12 % of 2990 O2 beds in Pvt. Hospitals are in use.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 5, 2021
সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন আমাদের দেশের স্বাস্থ্যকর্মী এবং নার্সরা টিকা নষ্ট করার পরিমাণ কমিয়ে নজির তৈরি করেছেন। করোনার বিরুদ্ধে লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। টিকা নষ্টের পরিমাণ যতটা সম্ভব আরো কমাতে হবে।
Good to see our healthcare workers and nurses set an example in reducing vaccine wastage.
Reducing vaccine wastage is important in strengthening the fight against COVID-19. https://t.co/xod0lomGDb
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
গত 24 ঘন্টায় কেরালায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 41 হাজার 953 জন। মৃত্যু হয়েছে 58 জনের। পজিটিভিটি ডেট 25.69 শতাংশ।