জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তৃত জঙ্গল, সঙ্কটের মুখে জীব বৈচিত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জ্বলছে শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের ঢালে বিস্তৃত জঙ্গলে মঙ্গলবার দুপুরের পর আগুন লাগে।

গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অসৎ উদ্দেশে শুকনো পাতায় আগুন লাগানোর ফলেই এই বিপত্তি বলে ধারণা এলাকাবাসীর।

আরও পড়ুনঃ মিলছে না ত্রাণ, পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে রণক্ষেত্র এলাকা

বিকেলে দমকল বাহিনী সেখানে গেলেও বিপুল এলাকার কারণে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রাতে তা ভয়াবহ আকার নেয়।

আজ সকাল থেকে দমকল ও বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন বলে রেঞ্জার জানিয়েছেন। সারা রাত ধরে চলা দাবানলে পাহাড়ের জীব বৈচিত্র্য অত্যন্ত সঙ্কটের মুখে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট