আগামী সপ্তাহেই পেগাসাস নিয়ে রায় ঘোষণা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পেগাসাস তদন্তে অন্তবর্তীকালীন কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামান বর্ষীয়ান আইনজীবী সিইউ সিংকে জানিয়েছেন, আগামী সপ্তাহেই পেগাসাস কাণ্ড নিয়ে অন্তবর্তীকালীন রায় ঘোষণা হতে পারে।
প্রধান বিচারপতি জানিয়েছেন, আমরা এবিষয়ে চলতি সপ্তাহেই রায় ঘোষণা করতে চেয়েছিলাম। কিন্তু বেশ কিছু ব্যক্তিগত কারণে কমিটির এক সদস্য সরে যান। তাই দেরি হচ্ছে৷ আগামী সপ্তাহেই আমরা কমিটি গঠন করার পর পেগাসাস নিয়ে রায় ঘোষণা করব।
১৩ সেপ্টেম্বর পেগাসাস নিয়ে সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে৷ সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, কোনও কিছুই লোকানোর নেই। কিন্তু এখানে রাষ্ট্রীয় সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আনলে জঙ্গিদের জানতে সুবিধা হবে পেগাসাস ব্যবহার হচ্ছে কি হচ্ছে না।
এরপর প্রধান বিচারপতি বলেন, আমরা রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়ে জানতে চাই না। দেশের একাধিক নাগরিকের মন্তব্য, তাঁদের ফোনে পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়েছে। আপনার কি সেবিষয়ে কিছু বলার আছে? জবাবে তুষার মেহতা ‘না’ বলায় রায় ঘোষণার সিদ্ধান্ত নেয় আদালত।
বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম ১৮ জুলাই ৫০,০০০ জনের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে।
এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৭ থেকে শুরু করে ২০১৯ অবধি এই তদন্ত চালানো হয়েছিল।
ভারতে প্রশান্ত কিশোর, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী দল এবং শাসক দলের দুই মন্ত্রীর ফোনেও পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়৷ বাদ যাননি সুপ্রিম কোর্টের বিচারপতিও।
এরপরেই যা ঘিরে উত্তাল হয় সংসদের বাদল অধিবেশন। প্রায় প্রতিদিন ওয়েলে নেমে পেগাসাস নিয়ে বিক্ষোভ দেখান লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর উত্তরেও স্পষ্টতা মেলেনি৷
পেগাসাস স্পাইওয়্যার নিয়ে তদন্তের দাবীতে ৯ জন আবেদনকারী সুপ্রিম কোর্টে উপস্থিত হন। সেই আবেদনের ভিত্তিতেই চলে মামলার শুনানি। যদিও পেগাসাস নিয়ে এখনও অবধি সবটা স্পষ্ট করতে নারাজ কেন্দ্র সরকার৷