রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে আধুনিকীকরনের লক্ষ্যে শুরু জি আই এস সার্ভের কাজ
দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ভৌগলিক অবস্থান সংক্রান্ত সমীক্ষা বা জি আই এস সার্ভের কাজ শুরু হয়েছে।
রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এই সমীক্ষার তথ্য সমন্বিত একটি পোর্টালও তৈরি করার কাজে হাত দিয়েছে। এই সমীক্ষার মাধ্যমে ছোট শিল্প ক্লাস্টার ও তার সঙ্গে যুক্ত মানুষেরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন বলে দপ্তর সুত্রে জানা গেছে।
জি আই এস সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই সব ক্লাস্টার গুলিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সহায়তায় ঢেলে সাজানো সম্ভব হবে।
অন্যদিকে দেশ বিদেশের আগ্রহী শিল্পপতিরা এই সব শিল্প ক্ষেত্রগুলোর সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন।যা বিনিয়োগ টানতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এরাজ্যের বিভিন্ন জেলা এলাকা ভিত্তিক কুটির শিল্পের জন্য বিখ্যাত। যেমন হাওড়ার জরি শিল্পকে তুলে ধরতে আন্দুলে জরি হাব তৈরি করা হয়েছে। একই রকম ভাবে শিলিগুড়িতে কাঠের আসবাব পত্র তৈরির ফার্নিচার ক্লাস্টার, বারুইপুরে ধূপকাঠি তৈরির শিল্প গুচ্ছ ক্লাস্টার ।
ভৌগলিক সমীক্ষা এদের কাজ ও ব্যবসার পরিধিকে আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য ২০২০-২১ সালে কেন্দ্রের ক্ষুদ্র শিল্প মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এরাজ্যে ক্ষুদ্র শিল্প ইউনিটের সংখ্যা ৮৮.৬৭ লাখ। প্রায় ৫ লক্ষ মানুষ এই শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত। রাজ্যে ক্ষুদ্র শিল্প ক্লাস্টার সংখ্যা বর্তমানে ৫৭০।