কালিয়াগঞ্জের বিধায়কের উদ্যোগে শুরু হল গ্রামবাসীদের দাবি অনুযায়ী পাকা রাস্তার কাজ
দ্য কোয়ারি ওয়েডেস্কঃ অবশেষে দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল পঞ্চায়েতের হেমবাজার এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে তারা একটি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন।
কিন্তু কোনো রাজনৈতিক দলই সেই দাবি পূরণে এগিয়ে আসেনি।কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে তৃণমূল বিধায়ক হওয়ার পর গ্রাম বাসিদের দীর্ঘ দিনের পাকা রাস্তার দাবি শীঘ্রই পূরণ হওয়ার পথে। সেই মোতাবেক রবিবার গ্রামের মানুষদের গিয়ে সেই বার্তা দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
এদিন হেমবাজারে হাজির হয়ে বিধায়ক কথা বলেন স্হানীয় বাসিন্দাদের সঙ্গে। হেমবাজার থেকে চোপড়া জোতজামাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনুমানিক ৩ কিমি কাঁচা রাস্তা পাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই এলাকার বাসিন্দারা।
দলে থাকার আশ্বাস দিয়েও ব্রাত্য জিতেন্দ্র, জল্পনা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে
কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ জানান সাড়ে ৪৮ লক্ষ টাকা ব্যায়ে প্রথম ধাপে ১.২৫ কিমি পাকা রাস্তার কাজ হবে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা পরিষদে এই রাস্তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই এই পাকা রাস্তার কাজ শুরু হবে। বিধায়কের মাধ্যমে এমন বার্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গ্রামে পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাম বাসিরা। পড়ে পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।