বৈঠকে বসতে চলেছে ওয়ার্কিং কমিটি, খুব শীঘ্রই হতে পারে সভাপতি নির্বাচন

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। শোনা যাচ্ছে, সেদিনেই হতে সভাপতি নির্বাচন। এমনকি লাখিমপুর খেরি, একাধিক রাজ্যের নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এদিন।

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বাছাই নিয়ে এর আগে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে একাধিক নেতাদের। এমনকি এনিয়ে কংগ্রেস নেতারা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বালের বাড়ি ঘেরাও করেন। এমত অবস্থায় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে সমস্ত সমস্যার সমাধান করতে চাইছে ২৪ নম্বর আকবর রোড।

শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ট্যুইট করে জানিয়েছেন, ১৬ তারিখ শনিবার সকাল ১০ টায় ২৪ নম্বর আকবর রোডে বৈঠক ডাকা হয়েছে। সাংগঠনিক নির্বাচন, দেশের সাম্প্রতিক বিষয় এবং একাধিক রাজ্যের নির্বাচন নিয়ে বৈঠক হবে এদিন।

২০১৯ সালে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। এতদিন সেই পদ পরোক্ষে সামলে এসেছেন সোনিয়া গান্ধী। দীর্ঘদিন ধরে সেই পদ খালি থাকায় গত বছরের অগাস্ট মাসে সোনিয়া গান্ধীকে চিঠি দেন জি-২৩ নেতারা।

এর আগে জানুয়ারি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে দলের কার্যকরী সভাপতি পদে সোনিয়া গান্ধীকে বেছে নেওয়া হয়। এরপর জুন মাসে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। এবার সেই নির্বাচন করেই সভাপতি পদে নির্বাচন সারতে চাইছে কংগ্রেস।

সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া অন্য কোনও ব্যক্তি নেই। কারণ, সভাপতি পদে সোনিয়া গান্ধী থাকলেও দলের ডিশিসম মেকার রাহুল এবং প্রিয়াঙ্কা। তাই রাহুলকেই ফের সভাপতি করে ২৪ নির্বাচনে লড়াই করতে চাইছে কংগ্রেস৷

সম্পর্কিত পোস্ট