নতুন দিনের গন্ধে ম ম করছে গোটা বিশ্ব…

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গড়পরতা মাসের হিসেব করতে বসে আমরা ৩০ সংখ্যাটাকে বেছে নিই। মাসের প্রথম দিনের বেতন বাকি ৩০ দিন কিভাবে চলবে এনিয়ে গণিতজ্ঞদের অনেক সময় হার মানান মহিলারা। কিন্তু ৩০ দিনের থেকে ১ বেশী হলে ভাগে কম। আর ১ দিন বেশী হলে উপরি পাওনা। যদিও চার বছরে একবার আসে দিনটি। আলাদা করে নাম দেওয়া হয়েছে লিপ ডে।

ছোটবেলায় কোনও কাল্পনিক ব্যক্তির বার্ষিক আয়ের হিসেব করতে বসে বেশ জটিল হয়ে পড়ত ফেব্রুয়ারি মাসের হিসেব। চার বছরে একবার আসার ফলে বয়সের হিসেব করতে গিয়েও হিমশিম খেতে হয়েছে একাধিকবার। মুখের কথায় যদি একবছরে ৩৬৫ দিন হয়, তাহলে হঠাৎ করে ৩৬৬ দিন হল কেন?

আরও পড়ুনঃ ৫৪ দিনের পার্ক সার্কাস

জ্যতিবিজ্ঞান অনুযায়ী সুর্যের চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু আমাদের হিসেবে বাদ পড়ে থাকা ৪ বছরের হিসেব সুদ সমেত ইংরেজির ফেব্রুয়ারি এবং বাংলার ফাল্গুনে অতিরিক্ত একদিনে উপরি পাওনা ।

কিন্তু এই সুদ হিসাবে একদিনের কারণেই অনেককে পস্তাতে হয়েছে। পস্তাতে এই জন্যই বলার কারণ এই উপরি পাওনার দিনে যারা প্রথম পৃথিবীর আলো দেখছিলেন তাঁদের জন্য এটি একপ্রকার বিড়ম্বনা। বছরে একটা দিন সেলিব্রেশনের অপেক্ষায় থাকে মানুষ। আর এই একটা দিন আসে চার বছরে একবার।তাই বছরে একবার জন্মদিন পালনের জন্য অনেকে একদিন আগে বা পরে সেলিব্রেশন করে থাকেন।

আরও পড়ুনঃ Zomato,Swiggee কে টক্কর দিতে আসছে Amazon

এবিষয়ে আলোচনা করতে গিয়ে বিখ্যাত আলজিরিয়ান মিউজিশিয়ন খালিদ হজ ইব্রাহিমের কথা মনে পড়ল। ওনার জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। কিন্তু উনি ২৮ তারিখেই জন্মদিন পালন করে থাকেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একজন ১০০ বছরের বৃদ্ধাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। ১০০ বছর পার করার পর নিজের জীবনের ২৫ তম লিপ ডে সেলিব্রেশন করছেন ডোরিস ক্লিফে। মুহূর্তের মধ্যে স্পেশাল হয়ে গিয়েছেন তিনি।

বাংলার অধিবর্ষে নতুন করে আরও একটা রঙিন বসন্ত লাল পলাশকে আরও রাঙিয়ে তুলেছে। একটা নতুন দিনের গন্ধে ম ম করছে গোটা বিশ্ব। স্পেশাল দিনের সেলিব্রেশনে আলাদা করে সেজে উঠেছে গুগল। নতুন পাওনা দিনের শুভেচ্ছা রইল সকলের জন্য।

সম্পর্কিত পোস্ট