আধুনিক হবে চিড়িয়াখানা, প্রাগের সঙ্গে চুক্তি বনদপ্তরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণের জন্য চেক প্রজাতন্ত্রের প্রাগের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন দেশের চিড়িয়াখানার পরিকাঠামো এবং বন্যপ্রাণ বৈচিত্র দেখার পরে প্রাগের চিড়িয়াখানার পরিকাঠামো ও বন্যপ্রাণ বৈচিত্র দেখে পছন্দ হয় বন দফতরের কর্তা ও আধিকারিকদের।

প্রযুক্তি গত সহায়তায় আধুনিকীকরণ নিয়ে প্রস্তাব দেখে রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই বনদপ্তর তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ১৮৭৫ সালে চালু হওয়া দক্ষিণ কলকাতার আলিপুরে সাড়ে ৪৬ একর জমির উপরে তৈরি আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণে আশি কোটি টাকা খরচ ধরা হয়েছে।

এক হাজার গ্রাম পঞ্চায়েতে আবর্জনা শোধন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ দপ্তরের

বনমন্ত্রী বলেন, “ওদের চিড়িয়াখানার পরিকাঠামো যেমন আমাদের খুশি করেছে, তেমনই প্রাগ চিড়িয়াখানায় এমন বহু প্রজাতির পশুপাখি রয়েছে, যা ভারতে বিরল প্রজাতি হিসেবে ধরা হয়। তাই আধুনিকীকরণের কাজে যেমন ওদের পরিকাঠামোকে আমরা কাজে লাগাব, তেমনই আমরা ওদের চিড়িয়াখানা থেকে এমন অনেক প্রাণী নিয়ে আসতে পারব, যা পশ্চিমবঙ্গ কেন ভারতের মানুষও দেখেননি।”

আগামী দিনে এই দুই চিড়িয়াখানার মধ্যে বেশকিছু পশুপাখি আদান-প্রদান করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট