অভিনব কায়দায় বারকোড স্ক্যান করে চুরি কলকাতায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিনব কায়দায় ডিজিটাল বারকোড স্ক্যান করে প্রতারণার ঘটনা ঘটল শহরে। তাও আবার ভারতীয় সেনা বাহিনীর নাম করে অনলাইনে প্রতারণার অভিযোগ। আর এর জেরে ৭০ হাজার টাকা খোয়ালেন যাদবপুরের বিক্রমগড়ের বাসিন্দা এক যুবক।

১৪ আগস্ট যাদবপুরের একটি মিষ্টির দোকানে ২০০ কিলো মিষ্টির অর্ডার আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয় ১৫ আগস্ট দমদম এর সেনা ক্যাম্পে ওই মিষ্টির ডেলিভারি লাগবে। এর সঙ্গে হোয়াটসঅ্যাপে নিজের সেনার আইডি কার্ড, সেনাবাহিনীর নাম অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয়।

যে নম্বরে থেকে হোয়াটসঅ্যাপ করা হয় সেই ডিপি তেও সেনার ছবিও রয়েছে.অগ্রিম ২০ হাজার টাকা ও অনলাইন এই পেমেন্ট করা হবে বলে জানালে মিষ্টির দোকানের মালিক জানায় তার নেট ব্যাঙ্কিং নেই। তাই তার পরিচিত চিত্রদীপবাবুর সঙ্গে যোগাযোগ করেন।

কংগ্রেস বনাম বিজেপি ‘ফেসবুক তরজা’, শশী থারুরের সমর্থনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

চিত্রদীপ জানিয়েছেন, তাঁকে ডিজিটাল কিছু বারকোড পাঠানো হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তার অ্যাকাউন্ট আছে । ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে সেনা অফিসার মানজিৎ সিং বলে পরিচয় দিয়ে ওই বারকোড স্ক্যান করতে বলা হয়। চারবার এইভাবে বারকোড স্ক্যান করতে বলার পর ফোন কেটে যায়।

মানজিতের সন্দেহ হওয়ায় অনলাইন অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন চারবারে মোট ৭০হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। ডিজিটাল বারকোড স্ক্যান করে প্রতারণা এর আগে তেমন চল কলকাতায় দেখা যায়নি।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে যাদবপুর থানা। লালবাজারে অ্যন্টি ব্যাংক ফ্রড শাখাও তদন্ত করছে। যে ব্যাংক ডিটেলস সেনার নাম পাঠানো হয়েছে সেটা দেখে হতবাক তদন্তকারীরাও। সুনিপুনভাবে সেই অ্যাকাইন্টের ডিটেলস লেখা হয়েছে।

এছাড়াও প্রোফাইল ডিপিতেও যে সেনা অফিসার দের ছবি ব্যবহার করা হয়েছে বা আইডি ব্যবহার করা হয়েছে তাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করে তৈরি করা। এখন এই প্রতারণা চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট