এখনও খালি বহু আসন, স্নাতকে ভর্তি ৮ অক্টোবর পর্যন্ত বর্ধিত

দ্য কোয়ারি ডেস্ক : কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ করে উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ভর্তি প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পোর্টালের মাধ্যমে ওই ভর্তির প্রক্রিয়া ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে প্রথম দফায় ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ বিভবিন বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনস্থ কলেজে স্নাতক স্তরের অনেক আসন এখনো খালি থেকে গিয়েছে।

এমত অবস্থায় একাংশের কলেজের পক্ষ থেকে শূন্য আসন পূরণের জন্য উচ্চশিক্ষা দফতরে ভর্তির পোর্টাল আবার খোলার আর্জি জানানো হয়েছিল। সেই সঙ্গে সংরক্ষিত আসনগুলিকে অসংরক্ষিত করার জন্যও আবেদন করা হয়।

তারই প্রেক্ষিতে সব আসন পূরণের জন্য মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর ফের পোর্টাল খুলে ভর্তির আবেদন নেওয়ার নির্দেশিকা প্রকাশ করেছে।

তবে আগেকার নির্দেশ মত ১ অক্টোবর, শুক্রবার থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেশনের জন্য পঠন-পাঠন শুরু হবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট