মুকুল রায়ের পর পদ্ম শিবির ছাড়ার জল্পনা নিয়ে কী বললেন সুদীপ রায় বর্মন?
শুক্রবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগদান করেছেন মুকুল রায়। শুক্রবার তৃণমূল ভবনে যোগদানের পর দলবদলের শোর উঠেছে ককবরক রাজ্যেও। শুরু হয়েছে বেশ কয়েকজন বিজেপি নেতার তৃণমূল যোগের জল্পনা। যার মধ্যমণি একদা তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মন। দ্য কোয়ারিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কী বললেন তিনি?
প্রশ্নঃ মুকুল রায় যোগদানের পর আপনার রাজ্যে তৃণমূল ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন আপনার মতো ব্যক্তিত্ব হয়তো তৃণমূলে আসতে চলেছেন ।
সুদীপ রায় বর্মনঃ না সেরকম আমাদের রাজ্যে অন্তত নেই। এটা একটা জল্পনা হচ্ছে। যেহেতু আমি আগে দলটা করতাম। আর মুকুল রায় এখন তৃণমূলে যোগদানের পর সেই জল্পনা আরও বেড়েছে। কিন্ত এটা ঠিক না
প্রশ্নঃ আপনি দীর্ঘদিনের রাজনীতিবীদ। মুকুল রায়ের প্রত্যাবর্তনকে কীভাবে দেখছেন?
সুদীপ রায় বর্মনঃ এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি তৃণমূলকে বেছে নিয়েছেন। তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন।
সুদীপ রায় বর্মনঃ কাল কি হবে আমি নিজেই জানিনা। সেটা আমি এখনই দাঁড়িয়ে বলতে পারছি না। তবে দেখা যাক আগামী দিনে রাজনৈতিক পরিবর্তন কী হতে পারে৷
প্রশ্নঃ মানুষ চাইছে সুদীপ রায় বর্মনকে
সুদীপ রায় বর্মনঃ এখনই বলা সম্ভব নয়৷ দেখা যাক। সময় বলবে সে কথা।