সংবিধান থেকে দূরে সরে যাচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থাঃ রাজ্যপাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, উচ্চপদস্থ আমলারা তাঁদের দায়িত্ব পালন না করে রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। অভিযোগ রাজ্যপালের।
এদিন বিআর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে রেড রোডে তাঁর মুর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি বলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে আমি ব্যথিত। সংবিধান থেকে দূরে সরে যাচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা।
তিনি রাও বলেন, রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি একাধিকবার রাজ্যকে একথা মনে করিয়েছি। কিন্তু তাতে কোনও প্রভাব পড়েনি। বারবার সতর্ক করা সত্ত্বেও একই জিনিস চলছে। আমলাদেরকে ডাকা হলেও তাঁরা আসছেন না।
আরও পড়ুনঃ রেল অবরোধে আটকে পড়ে সড়কপথে শিলিগুড়ি ফিরছেন বিমল গুরুং
রাজ্যপালের অভিযোগ, রাজনৈতিক হত্যা এবং প্রতিহিংসা ক্রমাগত বেড়ে চলেছে। সংবিধানের বিপরীত পথে হাঁটছে রাজ্য। পুলিশের নীচু তলার কর্মীদেরকে চাপে পড়ে কাজ করতে হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
পাল্টা রাজ্যপালের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, উত্তরপ্রদেশে এবং মধ্যপ্রদেশের যে সমস্ত ঘটনা ঘটছে। সেখানে পুলিশকে হত্যা করা হচ্ছে তা নিয়ে কেন মুখ খুলছেন না রাজ্যপাল?