বারাসাতে ডেল্টা প্লাসের এখনও কোনো নজীর নেই দাবী বারাসাত পুরসভার পক্ষে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ডেল্টা প্লাস উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ। বারাসাতের ২৪ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পল্লীতে একই পরিবারের সাতজন করোনার নতুন স্ট্রেন ডেল্টা প্লাসে আক্রান্ত। এরকম একটি গুঞ্জন গত চব্বিশ ঘন্টা ধরে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জনবহুল এলাকায় নতুন স্ট্রেনে আক্রান্ত হওয়ার খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়।

সোমবার থেকে রটে চলা এই গুঞ্জনকে ফুৎকারে নস্যাৎ করলেন ২৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর ও বারাসাত পুরসভার প্রশাসক সুনীল মুখার্জী। তিনি জানিয়েছেন বারাসাত হাসপাতাল থেকে তাকে বলা হয়েছে বিষয়টি গুজব ও ভিত্তিহীন। সুনীল মুখার্জীর আরো দাবী যে পরিবারের কথা বলা হচ্ছে তাদের পনেরো দিনেরও আগে করোনা হয়েছিল। বিবেকানন্দ পল্লী এলাকা স্যানিটাইজেশন হচ্ছে জানিয়ে তিনি পুলিশকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন।

বারাসাতে ডেল্টা প্লাসের এখনও কোনো নজীর নেই দাবী বারাসাত পুরসভার পক্ষে

কারণ মানুষের মধ্যে ভুয়ো তথ্য প্রকাশের ফলে কারণে প্যানিক বা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে একদল মানুষ। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও জেলাশাসককে জানানো হয়েছে। এলাকার স্থিতাবস্থা বিঘ্নিত করতে বিজেপির সমর্থকরা এই কাজ করে থাকতে পারেন বলে সুনীল মুখার্জীর আশঙ্কা।

সম্পর্কিত পোস্ট