“তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, নেই নীতি”- কড়া সমালোচনা বিমান বসুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছে। তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বর্ষীয়ান বাম নেতা বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে নীতিগত দিক থেকে বিশেষ ফারাক নেই। বিজেপির মনুবাদী নীতি মানবিক না হলেও সেটা নীতি। কিন্তু তৃণমূলের তো সেটাও নেই। অন্তত এমনটাই মত বিমান বসুর।

অন্যদিকে বিজেপিকে যেভাবে তৃণমূল সুপ্রিমো আক্রমণ করছেন তাও পছন্দ নয় প্রবীণ বাম নেতার । শনিবার বারাসাতে একটি সভায় এসে মঞ্চ থেকে নিশানা করলেন রাজ্যের শাসকদলকে।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমোকে যেভাবে আক্রমণ করেছেন বিমান বসু, তাতে রাজনৈতিক মহলের মতে, বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে এদিন অনেকটাই নমনীয় থাকলেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/improve-the-states-prisons-the-nephew-will-have-to-be-taken-after-three-months-shatrup/

প্রকাশ্য জনসভা থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন সরাসরি আক্রমন করেন শাসক শিবিরকে। কয়লা চোর, গরু চোর, তৃণমূল নেতারা। চুরি করে এখন তারা বিজেপি দলে যাচ্ছে। তৃণমূলের নীতি নেই। তাই তাদের দলে তোলাবাজ, চাল চোর, রেশন চোর, ত্রিপল চোরেদের ঠাঁই। তারা বিজেপিতে যাচ্ছে, বিজেপির মনুবাদী নীতি না বুঝেই। যেখানে উচ্চবর্ণের মানুষ ছাড়া অন্যদের মানুষ বলে গণ্য করা হয় না।

তাঁর স্পষ্ট বক্তব্য, দু’দলের মধ্যে ফারাক নেই। তৃণমূল বা বিজেপি কোনদলের মানুষের প্রতি দরদ নেই। তাই তৃণমূল অগণতান্ত্রিক ভাবে, বিজেপি ফ্যাসীবাদী ভাবে চলছে ।

কৃষি বিলের সমালোচনা করে বর্ষীয়ান বাম নেতা বলেন, বামেরা সবসময় কৃষকদের পাশে আছে।

অন্যদিকে, বিভিন্ন প্রসঙ্গে তৃণমূলকে কড়া ভাষায় বিঁধলেন বিমান বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাক্য ও ভাবনার কড়া সমালোচনা শোনা গেল বিমান বসুর গলায়। পাশাপাশি তিনি যে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বেরও কড়া সমালোচনা করেন তিনি।

সম্পর্কিত পোস্ট