পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, মন্তব্যে  সুজন চক্রবর্তীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য ও কেন্দ্র সরকার না চাইলে কোনও বাহিনী দিয়েই সুষ্টুভাবে নির্বাচন করানো সম্ভব নয়৷ কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ওপর থেকে বামেরা আস্থা হারাচ্ছে তা একপ্রকার স্পষ্ট করলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

এর আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে (Westbengal) পুরভোট (West Bengal Municipal Election) করানোর দাবীতে সরব হয়েছিলেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)৷ এবার ঠিক তার উল্টো পথে হাঁটলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

শীতলকুচির (Sitalkuchi) ঘটনা উল্লেখ করে বাম নেতার মন্তব্য, শীতলকুচির ঘটনার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যার প্রভাব সরাসরি ভোট ব্যাঙ্কে এসে পড়ে। মানুষকে আতঙ্কিত করতেই পরিকল্পনামাফিক এই কাজ করানো হয়েছে বলে দাবী করেন সুজন চক্রবর্তী।

তিনি আরও বলেন, এর আগেও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। কিন্তু রাজ্যসরকার তাঁদেরকে বসিয়ে রেখে ভোট করেছিল। সুষ্ঠুভাবে ভোট করানোর বিষয়ে সরকারকে সুনিশ্চিত হতে হবে।

আগামী ডিসেম্বরেই পুরসভা নির্বাচন (Municipal Election)ধরে নিয়েই প্রস্তুতি শুরু করছে বামেরা। শুক্রবার এবিষয়ে দিল্লিতে একপ্রস্থ বৈঠকে বসছেন বাম নেতৃত্ব। তার পরেই বৈঠকে বসবেন আলিমুদ্দিনের (Alimuddin) নেতারা। বিধানসভা এবং লোকসভাতে শূণ্য হলেও পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে আশা জিইয়ে রাখছে বামেরা।

সম্পর্কিত পোস্ট