গুরুংয়ের সঙ্গে কোনও সন্ধি নয়, কলকাতায় নেমে জানিয়ে দিলেন বিনয় তামাং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিমল গুরুংয়ের সঙ্গে কোন সন্ধিতে যেতে রাজি নন তাঁরা।
বিমল গুরুং একজন খুনের অপরাধী, তাঁর বিরুদ্ধে ১৫০ টির বেশি মামলা রয়েছে এই অবস্থায় কোনভাবেই কি রাজনৈতিক কি প্রশাসনিক কোনো মঞ্চ ভাগ করতে তারা রাজি নন।
এদিকে, শীতের আমেজে ক্রমশই পাহাড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তিন বছর গা ঢাকা দিয়ে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন এক সময়ের পাহাড়ের শেষ কথা বিমল গুরুং।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rail-blocked-in-baidyabati-and-different-stations-in-hoogly/
আবার গুরুং যাতে পাহাড়ে না ফেরেন তার দাবিতে মিছিলও হয়েছে সেখানে। অন্যদিকে আবার গুরুং-এর সমর্থনে পোস্টারও দেখা গিয়েছে পাহাড়ের আনাচে কানাচে। আর এই টানাপড়েনের মাঝে ক্রমশই জটিল হয়ে উঠছে সেখানকার রাজনৈতিক ছবি।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন একদা গুরুং-এর ছায়াসঙ্গী তথা বর্তমান জিটিএ প্রধান বিনয় তামাং এবং তাঁর সহযোগী অনিত থাপা। এ দিন কলকাতায় নেমেই গুরুংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে বিমল গুরুং পাহাড় ছাড়ার পরেই নিজেকে মোর্চার প্রধান হিসেবে ঘোষণা করেন বিনয় তামাং। বিনয়কে জিটিএ-এর শীর্ষ পদে বসান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে মোর্চার অন্দরের ফাটল প্রকাশ্যে চলে এলেও পাহাড়ে আপাত ভাবে শান্তি ফিরে আসে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/election-commission-has-no-power-to-remove-from-star-campaigner-list/
কিন্তু আচমকাই বিমল গুরুং-এর প্রকাশ্য আসা ও তৃণমূলকে সমর্থনের ঘোষণায় নতুন করে আন্দোলিত হয়েছে পাহাড়ের রাজনীতি। কারণ গুরুং-এর অনুপস্থিতিতে পাহাড়ের একচ্ছত্র আধিপত্য চলে যায় বিনয়-অনিতদের হাতে। যা তাঁরা কোনও মতেই ছাড়তে রাজি নয়।
আবার গুরুং-এর প্রত্যাবর্তনের খবরে উজ্জিবীত তাঁর সমর্থকেরাও। ফলে উত্তেজনার পারদ চড়তে শুরু করে পাহাড়ি রাজনীতির অলিন্দে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন গোর্খা জনমুক্তির মোর্চার নেতা তথা জিটিএ প্রধান বিনয় তামাং ও তাঁর সহযোগী অনিত থাপা।
মোর্চা সূত্রে খবর এই বৈঠকে বিনয় তামাং এবং অনিত থাপা পাহাড়ের বর্তমান সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবেন মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়া পাহাড়ে আরও বেশ কিছু সমস্যা তাঁরা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রীর সামনে।
এখন দেখার পাহাড়ের রাজনৈতিক উত্তেজনা প্রশমতি করার উপায় বৈঠকে মেলে কি না। তবে শোনা যাচ্ছে এই বৈঠকে থাকছেন না বিমল গুরুং।