নেই পর্যাপ্ত ভ্যাকসিনের যোগান, আজ থেকে রাজ্যে হচ্ছেনা ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক :  গত ১৭ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২১ জুন থেকে দেশব্যাপী ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু হবে।

একইসঙ্গে তিনি জানিয়েছিলেন এবার থেকে রাজ্যগুলোকে উৎপাদনকারী সংস্থা থেকে ভ্যাকসিন আর কিনতে হবে না। কেন্দ্র দেশে উৎপাদিত টিকার ৭৫% কিনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্টন করবে। বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন প্রস্তুতকারক দের কাছ থেকে সরাসরি ২৫% ভ্যাকসিন কিনে নিতে পারবে।

তবে এ রাজ্য আজ থেকে শুরু হল না গণটিকাকরন। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন পর্যাপ্ত টিকার অভাবেই আজ থেকে শুরু করা গেল না গণ টিকাকরন। চলছে শুধুমাত্র ১৮  ঊর্ধ্ব সুপারস্পেডারদের টিকাকরণ।

সারা দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিনের প্রকল্প চালু হলেও যারা সুপারস্পেডার রাজ্য সরকার এতদিন পর্যন্ত তাদেরকেই ভ্যাকসিন দিয়েছে।

স্বাস্থ্য অধিকর্তা অবশ্য জানিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা মিলবে। রাজ্যের তরফে জানানো হয়েছে প্রতিদিন ৫ লক্ষ টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে। দু লাখ থেকে তিন লাখ পর্যন্ত টিকা দেওয়া হচ্ছিল প্রতিদিন। কিন্তু আজ থেকে বিনামূল্যে টিকাকরণের যত ভ্যাকসিন প্রয়োজন তার পর্যাপ্ত যোগান নেই।

উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের দুই লক্ষের বেশি লোক শিল্পীকে বিনামূল্যে জরুরী ভিত্তিতে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। লোকপ্রসার প্রকল্পের আওতায় থাকা এই সব শিল্পীদের তালিকা প্রস্তুত করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

শোপরে রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম এক লস্কর-ই-তৈবা কম্যান্ডার

করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি থাকায় এই ধরনের শিল্পীদের জরুরী ভিত্তিতে টিকা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি অন্যান্য সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ,বাচিক শিল্পী সহ শিল্প জগতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে টিকা দেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে।

বাংলা একাডেমি, কবিতা একাডেমি, দলিত একাডেমির মত রাজ্য সরকারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। টেলিভিশন যাত্রা নাটক ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য আলাদা করে টিকাকরণ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট