মার্চ মাসের মধ্যে রাজ্যে সাংবিধানিক সংকট দেবে, ২৬-২৭ জন বিধায়ক বিজেপিতে আসছেন- দাবী অর্জুনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “সাংবিধানিক সংকট দেখা দেবে রাজ্যে। ছাব্বিশ -সাতাশ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন জানুয়ারি মাসেই। আরও বিধায়ক তৃণমূল ত্যাগ করবেন দফায় দফায়। আর মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ সাংবিধানিক সংকট তৈরী হবে রাজ্যে।”
রবিবার সকালে মধ্যমগ্রামে ‘চায়ে পে চর্চা’য় এসে এমনই বিস্ফোরক দাবী করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। অভিষেক বন্দোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আগাগোড়া আক্রমণ করে অর্জুন সিংহ বলেন, অভিষেক বন্দোপাধ্যায় অভিযুক্ত বিনয় মিশ্রর মাধ্যমে থাইল্যান্ডে প্রভুত সম্পত্তি জমা করেছেন বেআইনি ভাবে।
মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্তর বিষয়ে অভিষেকের নাম আবার জড়িয়ে তিনি বলেন, বিজেপিকে জানালে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সুরক্ষা বার্তাজনিত আবেদন করা হবে। মুখ্যমন্ত্রী খুন হলে অভিষেক সহানুভূতির ভোট পাক বিজেপি চায় না। এমনই বিস্ফোরক দাবী অর্জুন সিংহের ।
বিজেপি সাংসদের অভিযোগ, কয়লা পাচারের টাকা পুলিশের মাধ্যমে ভাইপোর বাড়িতে নিয়ে আসা হয়। ভাইপোর ডান হাত বিনয় মিশ্র তিরিশটা দেশে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী’র নামে বাড়ি কিনে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে ক্যাশ টাকা থাইল্যান্ডে জমা হচ্ছে। থাইল্যান্ড সরকারের নিয়মের সুযোগ নিয়ে এই কাজ করছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/asaduddin-qaisi-in-west-bengal-met-abbas-siddiqui/
তাঁর দাবী, আগামীদিন ২৬ জন বিধায়ক তৃণমুল ছেড়ে বিজেপিতে আসছে। এই সরকার সাংবিধানিক সঙ্কটে পড়বে বলে ভবিষ্যৎ বানী করেন অর্জুন সিং।
তাঁর অভিযোগ সরকার বাঁচাতে বাম কংগ্রেস অনাস্থার কথা বলছে। পুলিশ দিয়ে দিদিমনি তা আটকাতে চাইছে। তা পারবেন না উনি।
অর্জুন সিং-র প্রশ্ন, গরু পাচার হলে বিএসএফ, সিআরপিএফ কী করছে ? মহিলা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে বিএসএফ, সিআরপিএফ অফিসারদের ভয় পাওয়ানো হচ্ছে। চিটফান্ড নিয়ে দিদিমনি একটা কমিটি করে রেখেছে। তাই টাকা মানুষকে ফেরানো যাচ্ছে না।
তিনি বলেন, আমারা প্রধানমন্ত্রীকে বলেছি সিবিআই, ইডিকে নিয়ে কমিটি গড়ে মানুষকে টাকা ফেরাবার ব্যবস্থা করতে হবে।