“এই ঘটনা অপ্রীতিকর”- আলাপন ইস্যুতে মন্তব্য প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র রাজ্য তরজা চরমে। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেক প্রাক্তন আমলাই।
প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন গোটা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তিনি বলেন, এটা ভীষণ অপ্রীতিকর ঘটনা৷ গোটা বিষয়টা এমন একটা মুহুর্তে হয়েছে যা খুবই দুঃখজনক। তবে একটা জিনিস ঠিক মমতা বন্দোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর চিফ অ্যাডভাইজর হিসাবে নিযুক্ত করেছেন। ফলে তিনি তাঁর কাজটা চালিয়ে যেতে পারবেন।
শুধুমাত্র মুখ্যসচিব নয়, এর আগে তিন আইপিএস অফিসারদের বদলি নিয়েও তো সংঘাত তৈরি হিয়েছিল। সেই প্রসঙ্গে অর্ধেন্দু সেন জানান, শুধুমাত্র আমাদের রাজ্য কেন, অন্য রাজ্যেও একই ঘটনা ঘটছে। সেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমঝোতার অভাব দেখা যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণ নিয়ে, ভ্যাকসিন বন্টন নিয়েও সংঘাত দেখা গিয়েছে।
Chief Secretary আলাপন বন্দ্যোপাধ্যায়কে Chief Advisor হিসাবে নিযুক্ত করল রাজ্য
এই কোভিড পরিস্থিতি এবং ঘুর্ণিঝড়ের কারণে জর্জরিত রাজ্য৷ সেই সময়ের মধ্যে ঘুরিয়ে যদি ধরা হয় তাহলে তো একপ্রকার জোর করে তাঁকে অবসর নিতে বাধ্য করা হল। এই প্রসঙ্গে অর্ধেন্দু সেন বলেন, আসলে এটা আমি বলতে পারব না। তবে যা পরিস্থিতি যেভাবে পর পর দুটি চিঠি দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছিল যে মুখ্যসচিবের কাজে বাধা দেওয়া হচ্ছিল৷ একবার ৩ মাসে এক্সটেনশন দিয়ে আবার তাঁকে ডেকে নেওয়ার থেকে ভালো ছিল তাঁর সময়সীমা না বাড়াতেই পারতো। এটাও তো অনেকটা ঘুরিয়ে ধরার মতো।