আলিপুর চিড়িয়াখানায় এই প্রথম জন্মালো গ্রিন ইগুয়ানা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ব সর্প দিবসে বড়সড় সাফল্য কলকাতার আলিপুর চিড়িয়াখানার। এই প্রথম চিড়িয়াখানায় জন্মালো গ্রিন ইগুয়ানা।আদতে আমেরিকা মহাদেশের বাসিন্দা এই প্রাণীটির ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হলো।

চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানিয়েছেন কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে ২৭ টি গ্রীন ইগুয়ানার বাচ্চা জন্ম দেওয়ার সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য তিনি চিড়িয়াখানার কিপারদেরকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন।

কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারের খুঁটিনাটি শেখাতে আর্থিক উপদেষ্টাদের নিয়ে শুভান্নে বৈঠক অর্থমন্ত্রীর

পাশাপাশি একই উপায় চিড়িয়াখানায় শাঁখামুটি সাপের দশটি বাচ্চা এবং ২১ টি গোসাপের বাচ্চার জন্ম দেওয়া সম্ভব হয়েছে বলে আশিস বাবু জানিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই দর্শকেরা এই নতুন প্রাণীগুলিকে দেখতে পাবেন।।

সম্পর্কিত পোস্ট