এ যে টাকার পাহাড়! বাংলা কাঁপিয়ে পার্থর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টাকার পাহাড় দেখেছেন কখনও? না দেখে থাকলে নিন। এটা আগে ধাতস্থ হয়ে হজম করুন, বাকি কথা এরপর হবে-

উত্তর বা দক্ষিণ ভারতে এতদিন যা হত, তা এবার বাংলাতেও। শুক্রবার সন্ধেয় নগদ ২০ কোটি টাকা উদ্ধার হল বেহালার ডায়মন্ড সিটির  এক ফ্ল্যাট থেকে। জনৈকা অর্পিতা মুখার্জি এই ফ্ল্যাটের মালকিন। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রশ্ন হচ্ছে কে এই অর্পিতা? এই টাকার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?

রাজ্যের হেভিওয়েট রাজনীতিবিদ তথা শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ হলেন এই অর্পিতা মুখার্জি। তিনি পেশায় অভিনেত্রী। তাঁর‌ই ফ্ল্যাট থেকে এদিন সন্ধেয় ইডি নগদ ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করে। কেন্দ্রীয় এজেন্সিটির দাবি, এস‌এসসি সহ রাজ্যের শিক্ষক নিয়োগে যে দুর্ণীতি হয়েছে এই টাকা তার‌ই অংশ!

অভিনেত্রী অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই ছিল, সূত্র মারফত তাই জানা গিয়েছে। তিনি নাকি মাঝে মধ্যেই এই অভিনেত্রীর ফ্ল্যাটে যেতেন।

শুক্রবার সকাল ৮ টায় ইডির অফিসাররা হঠাৎই নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি অভিযান চলার মাঝেই দুপুরের দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল হাজির হয় অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে। জানা গিয়েছে তাঁর ঘরের বিভিন্ন জায়গায় এই বিপুল অর্থ লুকিয়ে রাখা ছিল।

উপরাষ্ট্রপতি নির্বাচনে আগের সাফল্য ছুঁতে পারবেন মোদি? সম্ভাবনা কম

বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন অর্পিতা। কিন্তু তাতে যে এই বিপুল নগদ টাকা আয় করা সম্ভব নয় তা সহজেই বোঝা যায়। কারণ তিনি কোনও সুপারস্টার ছিলেন না।

সবমিলিয়ে এই টাকা উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বাড়ল বলে অনেকের ধারণা। উল্লেখ্য শুক্রবার রাজ্যের আরেক মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেয় ইডি। এদিন মোট ১৩ টি জায়গায় তারা একযোগে তল্লাশি চালায়। তবে সবচেয়ে বড় চমক এই ২০ কোটি টাকা উদ্ধারের বিষয়টি।

সম্পর্কিত পোস্ট