করোনা পরীক্ষায় এবার সুইডেন থেকে আসছে বিশেষ যন্ত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে যেভাবে করােনার সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন রাজ্য সরকার। প্রতিদিন রাজ্যে ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে।

চিকিৎসার দ্রুততার কারণে এই হার আরও বাড়ানাে দরকার। সেই লক্ষ্যেই এবার সুইডেন থেকে আনা হচ্ছে বিশেষ যন্ত্র। দিনে লক্ষাধিক নমুনা পরীক্ষা করতে সক্ষম এই যন্ত্র। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এরকম আটটি স্বয়ংক্রিয় যন্ত্র আনা হচ্ছে।

চলতি মাস থেকেই এই যন্ত্রের সাহায্যে নমুনা পরীক্ষার কাজ শুরু করতে সরকার উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই এই যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

মিড ডে মিলের খরচ বাঁচাতে স্কুল চত্বরে সবজি চাষের পরিকল্পনা সরকারের

কোবাস কিট নামের এই যন্ত্র দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ব্যবহার করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সমুদ্রপথে এই যন্ত্র আনা হচ্ছে।

প্রথম দফায় কলকাতা ও উত্তরবঙ্গে কোবাস যন্ত্র ব্যবহার করা হবে নির্ধারিত সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিতে।

পরে প্রয়ােজন অনুযায়ী ব্যবহার বাড়ানাে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআরের নির্দেশিকা মেনে নাইসেড ও স্বাস্থ্য দফতর যৌথভাবে নমুনা পরীক্ষার কাজ করবে।

কোবাস কিট যন্ত্রের মাধ্যমে নমুনা পরীক্ষার খরচ অনেকটা কমবে এবং পরীক্ষার রিপাের্ট নিয়েও সংশয় অনেকটা কমে যাবে বলে স্বাস্থ্য দফতর আশাবাদী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনেক আগেই এই যন্ত্রের মাধ্যমে করােনা পরীক্ষার অনুমােদন দিয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট