এবার গ্রামাঞ্চলেও অনলাইনেই ট্রেড লাইসেন্স আবেদনের সুবিধা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের সুবিধার্থে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের আবেদন এবং পুনর্নবীকরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের ফি ও বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে পঞ্চায়েতের কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।
এখন থেকে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোড সহ অনুসন্ধান করে নতুন ট্রেড লাইসেন্স ও পুনর্নবীকরণের আবেদন জানানো যাবে বলে জানানো হয়েছে। এর জন্য ব্যবসার আয়তনের ভিত্তিতে ন্যূনতম ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ফি ধার্য করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র এবং ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে নতুন ট্রেড লাইসেন্স মিলবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদের আলাদা ক্রেডিট কার্ড, জানুয়ারীতেই মিলবে হাতে
এর আগে ট্রেড লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ এর জন্য ন্যূনতম ৫০০ টাকা করে ফি নেওয়া হতো বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অনুদান বাবদ কিছু কিছু পঞ্চায়েতের বিরুদ্ধে যথেচ্ছ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। নতুন পদ্ধতিতে এই অভিযোগের স্থায়ী নিরসন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য এর আগেই রাজ্যের সমস্ত পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স এর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। এবার গ্রামাঞ্চলেও তা চালু হল।