রাজ্য ফুড কমিশনের চেয়ারপার্সন পদে এবার ধনকরের আস্থাভাজন আমলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপালের অত্যন্ত আস্থাভাজন আমলা এবার রাজ্য ফুড কমিশনের চেয়ারপার্সন হচ্ছেন।
খাদ্যভবনের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ১ মার্চ ২০২১ থেকে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড কমিশনে’র চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নেবেন সতীশ চন্দ্র তিওয়ারি। তিনি বর্তমানে রাজ্যপালের প্রধান সচিব।
চলতি মাসের শেষেই সে পদ থেকে অবসর নেবেন তিনি। রাজ্যপালের আস্থাভাজন এই বর্ষীয়ান আমলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমন গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সোমবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২১ খাদ্যভবনের জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন বছর রাজ্য ফুড কমিশনের এই গুরুত্বপূর্ণ পদ সামলাবেন সতীশ চন্দ্র তিওয়ারি।
উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকর এ রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা ইস্যুতে রাজভবন-নবান্ন তরজা লেগেই থেকেছে। রাজ্যের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক স্তর, সবক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা শোনা যায় ধনকরের মুখে। নিয়মিত ট্যুইটারেও সরব হন রাজ্যপাল।
ভোটের আগে বাগান খুলবে,ভোট গেলেই বন্ধ করে দেবে কেন্দ্র- মমতা বন্দ্যোপাধ্যায়
তবে সম্প্রতি রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জগদীপ ধনকর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সৌজন্য বিনিময়, বিকেলে রাজভবনে মমতার আগমন ও ধনকরের সঙ্গে তাঁর ‘বিশেষ বৈঠক’-এর পর রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য-রাজভবনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এই আবহেই প্রকাশ্যে এল খাদ্য কমিশনারের পদে নিয়োগের জন্য রাজ্যের এই বিজ্ঞপ্তি।