অজানা জ্বরের তালিকায় এবার পূর্ব মেদিনীপুর, ১২ জন শিশু ভর্তি এগরা হাসপাতালে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অজানা জ্বরের আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। মালদা মেডিকেল কলেজে আরো দুজন শিশুর মৃত্যু হয়েছে জ্বরে। গত তিন দিনে মোট ৫ জন শিশুর মৃত্যু হল।

জানা গিয়েছে মৃত এক শিশুর বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পাওয়া যায়নি চিকিৎসার সুযোগ। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

জ্বর নিয়ে লাগাতার হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে কোচবিহারেও। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮০ জন শিশু অজানা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটি জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে অজানা জোরে আক্রান্তের সংখ্যা ।

আজ পূর্ব মেদিনীপুরে এগরায় ১২ জনকে অজানা জ্বরে ভর্তি করতে হয়েছে হাসপাতলে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ পাওয়া CPIM নেতা প্রয়াত গৌতম দাসকে বাংলাদেশের শেষ শ্রদ্ধা

প্রত্যেক বছর ঋতু পরিবর্তনের সময় জ্বরের প্রকোপ বাড়ে।  ইনফ্লুয়েঞ্জা জ্বরের ক্ষেত্রে যে চিকিৎসা রয়েছে সেই পদ্ধতিতেই হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের চিকিৎসা হচ্ছে।

শুক্রবার চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনার জন্য মেডিকেল টিম তৈরি করেছে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর। বর্তমানে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ১০৫ জন শিশু অজানা জ্বরে চিকিৎসাধীন।

সরকারি হিসাব অনুযায়ী ৫০০-র বেশি শিশু জ্বরে আক্রান্ত। জেলায় জেলায় অজানা জ্বরের প্রকোপ বাড়াতে কার্যত বেআব্রু হয়ে গিয়েছে এ রাজ্যের চিকিৎসা পরিকাঠামো।

সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আগে বাংলায় RS  ভাইরাসের তাণ্ডবে ১২  জেলায় ১২০০ শিশু আক্রান্ত। একাধিক শিশুর প্রাণহানির ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ।

সম্পর্কিত পোস্ট