এবার ঘরে বসেই এক ক্লিকেই নতুন বাড়ির আবেদন করতে পারবে কলকাতা বাসী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার ঘরে বসেই এক ক্লিকেই নতুন বাড়ির জন্য আবেদন করতে পারবেন কলকাতাবাসী। এই লক্ষ্যে ‘ওয়ান উইন্ডো সিস্টেম’ চালু করল কলকাতা পুরনিগম। নয়া নিয়মে একটিমাত্র আবেদনই যথেষ্ট।
নির্দিষ্ট সিস্টেমে ঢুকে আবেদন করলেই ওই আবেদনপত্র পৌঁছে যাবে পুরসভার সমস্ত বিভাগের কাছেই। সমস্ত খতিয়ে দেখে আবেদন মঞ্জুর করা হবে অনলাইনের মাধ্যমে।
কলকাতা পুরনিগম এই ওয়ান উইন্ডো সিস্টেম চালু করছে ১ সেপ্টেম্বর থেকে। এতদিন পর্যন্ত নতুন বাড়ি তৈরি করতে গেলে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ, পিএমইউ, বিএলআরও, পুরো ও নগর উন্নয়ন দফতর, কেএমডিএ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক দফতরের থেকে ছাড়পত্র নিতে হত।
তারজন্য পৃথকভাবে প্রত্যেক বিভাগগুলিতে আবেদন জানাতে হত। তবে ওয়ান উইন্ডো সিস্টেম-এ আর সেই ঝক্কি থাকছে না। এর ফলে ভোগান্তিও কমবে নগরবাসীর।
নয়া নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সিস্টেমে একটি আবেদন পাঠালেই সেই যাবতীয় তথ্য পৌঁছে যাবে সংশ্লিষ্ট বিভাগ গুলিতে। আবেদন মঞ্জুর হলে মেল চলে আসবে আবেদনকারীর মুঠোফোনে।
মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দেবে নবান্ন
অন্যদিকে, যদি কোনও ক্ষেত্রে অনুমতি না আসে, তাহলে অনুমতি কেন দেওয়া হচ্ছে না, সেই বিষয়েও সবিস্তারে উল্লেখ করে মেল পাবেন আবেদনকারী।
পুরনিগম সূত্রে খবর, এই নতুন প্রক্রিয়ায় ১৫ দিনের মধ্যে আবেদন মঞ্জুর করা হবে। আবেদন নামঞ্জুর হলেও ১৫ দিনের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে।
বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদনের জন্য যাতে শহরবাসীকে অতিরিক্ত ঝক্কি না পোহাতে হয় সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিকে ‘ইস টু ডু বিজনেস’-এর আওতায় এক ছাতার তলায় নিয়ে এসেছে কলকাতা পুরনিগম।