এবার করোনা আক্রান্ত ন্যাশানাল মেডিকেল কলেজের চিকিৎসক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার NRS হাসপাতালের এক চিকিত্সক করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। দু-দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
সল্ট-লেকের আমরি হাসপাতালে বুধবার থেকে আজ পর্যন্ত ৩ জন ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন ।
অন্যদিকে, ডিসান হাসপাতালে বুধবার থেকে আজ সকাল পর্যন্ত ৮ জন রোগী ছাড়া পেয়েছে। এদের মধ্যে বড়তলা থানার অ্যাডিশনাল ওসি রয়েছেন।
বিদ্যাসাগরের মূর্তি ভেঙেই কী সোনার বাংলা গড়বে বিজেপি? প্রশ্ন পার্থর
এছাড়া মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ জন নিরাপত্তা কর্মীকেও ছাড়া হয়েছে। এই হাসপাতালে ৫০ জন করোনা আক্রান্তের চিকিত্সা চলছে।
এদিকে, ফরটিস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডিরেক্টর করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।