এবার কিষাণ ক্রেডিট কার্ডের বাইরে থাকা চাষিদেরও মিলবে ঋণের সুবিধা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিকে সামনে রেখে, কিষাণ ক্রেডিট কার্ডের বাইরে থাকা সব ধরণের চাষিদেরও মিলবে ঋণের সুবিধা।
মুখ্যমন্ত্রীর বার্তার পরেই এই চাষিদের সহায়তায় তৎপর ভূমিকা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দফতর। চলতি মরশুমের সমস্ত চাষিদের আমন চাষের সুবিধার্থে এই উদ্যোগ।
কৃষি দফতরের তত্ত্বাবধানে ব্যঙ্ক থেকে এই ঋণ পাবেন চাষিরা। দক্ষিণ দিনাজপুর জেলায় আমন ধান চাষ হয় ১ লক্ষ ৭৫ হাজার হেক্টরের বেশি জমিতে।
আমফানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, বিজেপির মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
প্রায় ২ লক্ষ ২২ হাজার চাষি রয়েছে এই জেলায়। এদের প্রায় সকলেই কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় রয়েছেন। তবে কিষাণ ক্রেডিট কার্ডের বাইরে রয়েছেন, প্রচুর চাষি, ভাগ চাষিরা। যারা ঋণের সুবিধা থেকে বঞ্চিত সেই সব চাষিদের জন্য এবার কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ঋণের ব্যবস্থা করছে জেলা কৃষি দফতর।
জেলা কৃষি আধিকারিক জ্যোর্তিময় বিশ্বাস বলেন, “চাষবাসের সঙ্গে জড়িত আরো প্রায় ৪১ হাজার চাষির কিষাণ ক্রেডিট কার্ড নেই। তারা সকলে যাতে ঋণের সুবিধা পায় তার জন্য এই উদ্যোগ। ঋণ ব্যঙ্ক থেকেই দেবে। তবে তা তত্বাবধানে কৃষি দফতর রয়েছে। আমাদের দফতর থেকেই ফর্ম দেওয়া ও জমা নেওয়া হচ্ছে। বেশি বেশি চাষি যাতে এই সুবিধা পায় তার জন্য প্রচার চালানো হচ্ছে। গতবছর হাজার হাজার চাষি ব্যঙ্কে আবেদন করেও ঋণ পায়নি। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আমরা চাষিদের ঋণের ব্যবস্থা করে দিতে ময়দানে নেমেছি।”