করোনাকালে বাজেট হবে পেপারলেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর কিছু সময় পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে ২০২১ এর বাজেট হতে চলেছে পেপারলেস। এদিন সকালে একটি ট্যাব হাতে নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। যার ওপর রয়েছে জাতীয় প্রতীক।
Delhi: Finance Minister Nirmala Sitharaman will present and read out the #UnionBudget 2021-22 at the Parliament through a tab, instead of the traditional ‘bahi khata’. pic.twitter.com/Ir5qZYz2gy
— ANI (@ANI) February 1, 2021
এই নিয়ে তৃতীয়বার অর্থমন্ত্রী পদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। করোনার কারণে এবারের বাজেট পেশ হতে চলেছে ট্যাবের মাধ্যমে। যা পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ –কে একধাপ এগিয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন সকালে বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ইতিমধ্যেই তাঁরা সংসদে উপস্থিত হয়েছেন তাঁরা।
এই বছর অর্থ মন্ত্রকের তরফে ‘কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপ’ উদ্বোধন করা হবে। যার মধ্যে সংসদের সমস্ত সদস্যরা বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
আরও পড়ুনঃ অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ রাজীবের, বাংলার উন্নয়নই এখন ধ্যান এবং জ্ঞান-মন্তব্য প্রাক্তন বনমন্ত্রীর
চিরচারিত ধারা অনুযায়ী প্রত্যেকবারেই অর্থমন্ত্রীদের ব্রিফকেস হাতে নিয়ে সংসদে উপস্থিত হতে দেখা যায়। কিন্তু এবার সেই ছবিতে বদল এসেছে।
এর আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবী করেছিলেন গত ১০০ বছরে দেশে এমন সংস্কার কেউ প্রত্যক্ষ করেনি। যদিও কঠিন সময়ে অর্থনীতির হাল ধরার জন্য কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবে? করোনাকালে যে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন, সেদিকে সরকারের কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
#WATCH Delhi: Finance Minister Nirmala Sitharaman and MoS Finance & Corporate Affairs Anurag Thakur arrive at the Parliament. #Budget2021 pic.twitter.com/7j3ippMsPm
— ANI (@ANI) February 1, 2021
একইসঙ্গে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ১১ শতাংশ করার জন্য কি পরিকল্পনা রয়েছে সরকারের সেদিকেও তাকিয়ে রয়েছেন সকলেই। করোনা অতিমারিতে অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন হতে হয়েছে ভারতকে। তা কাটিয়ে উঠে কি পদক্ষেপ নিচ্ছে সরকার সেদিকেও তাকিয়ে রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
গত ৯ মাস লকডাউনের কারণে অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে স্বাস্থ্য খাতে খরচ হয়েছে ব্যাপক। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে কি পদক্ষেপ নেবে সরকার?