চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলপ্রকাশ শুক্রবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল শুক্রবার প্রকাশ করা হবে। রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানান হয়েছে শুক্রবার সকাল এগারোটায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

দুপুর একটা থেকে মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা সংশ্লিষ্ট বন্টন কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের মার্কশিট ও আডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করেন। প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ। ২৩ জুলাই ১১টা থেকে ৫২টি ক্যাম্প থেকে স্কুলগুলিকে মার্কশিট বিলি করবে সংসদ।

করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা করা হয়েছে। মূলত, মার্কশিট তৈরির ক্ষেত্রে  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হয়েছে ৪০% ওয়েটেজ।

ঈদ মিটতেই গোরুর চামড়া ভারতে পাচারের তৎপরতা

২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হয়েছে ৬০% নম্বরের ওয়েটেজ। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট।

মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে খুশি না হলে পরীক্ষায় বসার সুযোগ। আগামীকাল বেলা ১১ টা থেকে পর্ষদের ৫২ টি কেন্দ্র থেকে রেজাল্ট দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট