যারা দলিতদের সর্বনাশ করছে, সেই বিজেপি ধ্বংস হয়ে যাবেঃ মমতা

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ হাথরাস কাণ্ডের পর শনিবার মৃতা দলিত কন্যার পাশে দাঁড়াতে রাজপথে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি–কে ‘দলিত বিরোধী’ আখ্যা দিলেন তিনি।

মূলত সাম্প্রতিক সময়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে দলিত সমাজ আক্রান্ত হয়েছে মূলত সে কারণেই বিজেপিকে আক্রামণ শালানেল তিনি।

তিনি এদিনের ট্যুইটে লিখেছেন, ‘বিজেপি–শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর অত্যাচারের কথা আজ সকলেরই জানা। সে সব আর গোপন নেই। ওই দলের দলিত–বিরোধী নীতি আজকের তারিখে এবং এই যুগে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়। তাঁদের (‌দলিত সম্প্রদায়ের মানুষের)‌কষ্ট বিজেপি এবং এই দলের নেতাদের কখনওই শান্তিতে থাকতে দেবে না।’ এর পরই হিন্দিতে দুই লাইনের একটি প্রতিবাদী–ছড়া লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লিখেছেন, ‘দলিতদের যারা সর্বনাশ করছে, সেই বিজেপি ধ্বংস হয়ে যাবে।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/manish-shukla-murder-case-governor-jagdeep-dhankar-summoned-dgp-and-acs-home-regarding/

দলিত কন্যার ধর্ষণের ঘটনায় শনিবারও সবর হন মমতা। সেখানে তিনি বলেছিলেন, ‘একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হল। বাড়ির লোকের হাতে না দিয়ে জোর করে দেহ জ্বালিয়ে দেওয়া হল। তার পরেও কাউকে কথা বলতে দেবে না। বিজেপি সুপার অটোক্র্যাসি চালাচ্ছে। নির্যাতিতার কথা যাতে না দেখানো হয়, সে জন্য সংবাদমাধ্যমকেও হুমকি দেওয়া হচ্ছে। দুঃখের কথা, কিছু লোক বলে এক আর করে এক।

দলিতদের উপরে কত অত্যাচার হচ্ছে। দলিতেরা কাঁদছে। ভোটের সময়ে বাইরে থেকে খাবার এনে দলিতদের ঘরে বসে বলে, আমরা দলিতদের ঘরে বসে খাচ্ছি। আর এখন কী অত্যাচারটাই না হচ্ছে। সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আর উত্তর প্রদেশে দলিতকে ধর্ষণের পরে জ্বালিয়ে দেওয়া হল।’

সম্পর্কিত পোস্ট