কোচবিহারে ৩ দিন যেতে বাধা দিলেও চার দিনের মাথায় যাবেন বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৪ জনের। রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কমিশনের নিষেধাজ্ঞার কারণে যেতে পারবেন না তিনি।
এরপরেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত মডেল কোড অব কন্ডাক্টের পরিবর্তে নাম মোদি কোড অব কন্ডাক্ট রাখা উচিত।
এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মৃতের পরিবারের দায়িত্ব নেবেন তিনি। ১৪ তারিখ পরিবারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
তৃণমূল সুপ্রিমো বলেন, শীতলকুচিতে মৃত ব্যক্তির স্ত্রী সন্তান সম্ভবা। আমার যেটুকু আছে সব দিয়ে পাশে থাকবো। বিজেপি সমস্ত চেষ্টা করেও মানুষের সঙ্গে দুঃখ ভাগ করে নেওয়া থেকে আটকাতে পারবে না। কোচবিহারের ৩ দিন যেতে বাধা দিলেও চার দিনের মাথায় যাবেন বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, কমিশনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী ৭২ ঘণ্টা কোচবিহারের নয় বিধানসভা কেন্দ্রে ঢুকতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা। যাওয়ার কথা থাকলেও আজ যেতে পারবেন না মমতা।
ভোটের পরেও শীতলকুচিতে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকে থমথমে গোটা এলাকা। কোচবিহারে উপস্থিত হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি।