দেশে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে তিন লক্ষের কাছাকাছি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন লক্ষের মাত্রা থেকে কমছে না দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা রইল সাড়ে তিন লক্ষের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৩,১৪৪ জন। করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার জন। টানা তিন ধরে ৪ হাজারের আশেপাশে রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। মোট মৃতের সংখ্যা ২,৬২,৩১৭ জন।
তবে সাড়ে তিন লক্ষের কাছাকাছি মানুষ সুস্থ হয়েছে গত ২৪ ঘন্টায়। একদিনে সুস্থ হয়েছেন ৩,৪৪,৭৭৬ জন।
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪২,৫৮২ জন। কেরল এবং কর্ণাটকে করোনার চোখ রাঙানি এখনও অবধি কমেনি। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯,৯৫৫ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫,২৯৭ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩০,৬২১ জন।
করোনার দাপট কমেছে উত্তরপ্রদেশ এবং দিল্লিতে। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছে ১৭,৭৪৫ জন। দিল্লিতে একদিনে আক্রান্ত ১০,৪৮৯ জন। রাজধানীতে একদিনে মৃত ৩০৮ জন।
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৩৯ জন৷
করোনার রাশ টানতে চলছে টিকাকরণ। গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ২০,৮৪,৩২৮ জন। দেশজুড়ে টিকা নিয়েছেন প্রায় ১৮ কোটি মানুষ।